কুরআন সম্বলিত মোবাইল নিয়ে টয়লটে যাওয়া প্রসংগ :
১. টয়লেটে কুরআন তেলাওয়াত করা বা শোনা কোনটিই ঠিক নয়।
তাই কুরআন তেলাওয়াত শুনতে শুনতে বা পাঠযোগ্য কুরআন সফটঅয়ার ওপেন করে নিয়ে টয়লেটে যাওয়া বা গিয়ে ওপেন করা (পড়া হোক বা নাহোক) ঠিক নয়।
২. বাইরে মোবাইল রেখে যাওয়া ঠিক হবে কিনা?
-------না, বাইরে মোবাইল রেখে যাওয়াও ঠিক হবে না কেননা এতে মোবাইলের বেহেফাজত ও হারানোর সম্ভাবনা থাকে , আর মনে রাখবেন সামানের (বৈধ জিনিসপত্রের) হেফাজত ঈমানের হেফাজত ।
৩. পেন ড্রাইভ বা খোলা মেমোরী কার্ড যেহেতু কম্পিউটার বা মোবাইল ছাড়া একাকী ওপেন করা যায়না তাই তা আরও নিরাপদ এবং তা নিয়ে টয়লেট ।
৪. গান, মুভি এবং কুরআন - আলাদা মেমোরী কার্ডের কথাভাবছেন?
-------- আলাদা মেমোরী কার্ডে ব্যবহারের চিন্তা কেন করছি ভাই মোবাইল ব্যবহারের ক্ষেত্রে ইসলামী নীতি গুলো মেনে চলার চিন্তা করলে সেটাই বেশী ভালো হবে, কেননা হাদিসে এসেছে যে ব্যক্তি দুই চোয়ালের মাঝের জিনিস (মুখ) ও দুই উরুর মাঝের জিনিস (লজ্জাস্থানের) হেফাজত করবে হুযুর সল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লাম তাকে জান্নাত পৌছানর দায়িত্ব নিবেন।আরও এসেছে চোখের হেফাজত যে করবে ঈমানের স্বাদ সে পাবে।
তাই এমন জিনিস মোবাইল,পেন ড্রাইভ বা মেমোরী কার্ডে না রাখা যার দ্বারা চোখ , কান, মাথা বা লজ্জাস্থানের খেয়ানত হয়।
আল্লাহ তাআলা আমাকে ,সকল ব্লগার ভাই দেরকে ও সমস্ত মুসলমান ভাইদেরকে উপরোল্লিখিত ভাবে চলার তৌফিক দিন । আমীন ।
বি.দ্র. ইসলামী কোন বিষয়ে লেখা বা মন্তব্য করার পূর্বে সম্মানিত ওলামায়ে কেরাম থেকে জেনে নি্যে লিখলে ভালো হ্য় এবং ঈমানের হেফাজত হয়। কেননা মানুষের জন্য আল্লাহর নির্ধারিত সর্বশেষ ও পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলামের কোনছোটখাট বিষয় নিয়ে হাসি তামাশা করা বা কোন স্পষ্ট হুকুম কে অস্বীকার করা ঈমান হারানোর কারন হ্য় এবং নতুন করে মুসলমান হওয়া জরুরী হয়ে পড়ে । আল্লাহ সকল মুসলমান ভাই কে হেফাজত করুন এবং সকল অমুসলিম ভাইদেরকে ইসলাম সম্বন্ধে ভেবে দেখার তৌফিক দান করুন।
এটি একটি পোষ্টের মন্তব্য
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:৫৫