ফায়ারফক্সে ইউজার এজেন্ট বদল করে সহজেই আপনি আপনার ব্রাউজার এবং অপারেটিং সিস্টেম ঠিক রেখে দেখাতে পারেন আপনি অন্য ব্রাউজার বা অপারেটিং সিস্টেম থেকে ব্রাউজিং করছেন। এই ট্রিকটি শুধু মাত্র মজা করার জন্যে পোস্ট করা হচ্ছে।
ফায়ারফক্সারেরা প্রথমে এইখানে গিয়ে এ্যাড-অনটি ইন্সটল করে নিন।
ডাউনলোড

এরপর টুলস মেনুতে দেখবেন নতুন একটি অপশান যুক্ত হয়েছে।
প্রথম ইন্সটলে শুধুমাত্র কয়েকটি প্রি-সেট এজেন্টই আপনার থাকবে। বাকীগুলো আপনাকেই তৈরী করে নিতে হবে অথবা আমার প্রি-মেইড কাস্টোম .xml ফাইল ইম্পোর্ট করে সহজেই এই কাজ করতে পারবেন।

এই কাস্টম এক্সএমএল ফাইলে এক সাথে ম্যাক, আইফোন, উবুন্টু, কুবুন্টু, মিন্ট, এন্ড্রয়েড, মাইমো, মাইগো, ওপেন বিএসডি, ভিস্তা, ইন্টারনেট এক্সপ্লোরার, ক্রোম, সাফারি, ফেডোরা, জেন্টু নাকি গেন্টু, ওপেন ছুছু, ছেন্টুছ(সেন্টওএস), সিম্বিয়ান সবই কম্বাইন করে দিয়েছি।

ডাউনলোড Useragents.xml
এটি ডাউনলোড করে ডেস্কটপে রাখুন। এটি সেট করতে আপনাকে যা করতে হবে তা হচ্ছে,
Tools > Default User Agent > Edit user agents > Import এ ক্লিক করে একটু আগে মিডিয়াফায়ার থেকে ডাউনলোড করা এক্সএমএল ফাইলটি ডেস্কটপ থেকে সিলেক্ট করেন।
এরপর দেখবেন টুলসে গেলে নিচের মত একটা লম্বা লিস্ট পাবেন-
আমি যতগুলো কাস্টম এজেন্ট দিয়েছি এইগুলোতেই যথেষ্ট হওয়ার কথা। তারপরেও যদি নিজে নিজে এসব স্ট্রিং এডিট করতে চান তাহলে নিচের কোডগুলান একটু দেখে নেন...
সব কোডই মূলত এই ফরম্যাটের হয়ে থাকেঃ
Mozilla/5.0 (Macintosh; U; Intel Mac OS X 10_6_2; en-us) AppleWebKit/531.21.8 (KHTML, like Gecko) Version/4.0.4 Safari/531.21.10
প্রথমে Mozilla/5.0 হচ্ছে বেইজ ব্রাউজার। অর্থাৎ যেই এপিআই ব্যবহার করে ব্রাউজারটি তৈয়ার করা হয়েছে।
এরপর (Macintosh - এটা হচ্ছে প্লাটফর্ম। এইখানে Windows, X11, Linux ইত্যাদি দিয়ে Machintosh বা এ্যাপলকে রিপ্লেস করাতে পারেন।
তৃতীয় অংশে দেখা যায় U; দেয়া আছে। এইটার অর্থ হল, Strong security. U; এর জায়গায় I এবং N দিলে যথাক্রমে ব্রাউজার সিকিউরিটি Weak এবং No security তে পরিবর্তিত হবে।
এটার Intel Mac OS X 10_6_2; মানে হচ্ছে আপনি একটা ইন্টেল CPU যুক্ত মেশিনে ম্যাক এর ১০.৬.২ অর্থাৎ স্নো লিওপার্ড চালাচ্ছেন। এখানে এক্সপ'র জন্যে Windows NT 5.1, ভিস্তার জন্যে Windows 6.0 এবং সেভেনের জন্যে 6.1 ব্যবহার করতে পারেন। আবার লিনাক্স হলে দিবেন Linux i686 এবং এন্ড্রয়েড হলে Android 2.2(এইটাই মনে হয় লাস্ট)। ফ্রী বিএসডি হলে FreeBSD লিখা দিয়েন।
এইটা en-us) হল আপনার ব্রাউজার এবং অপারেটিং সিস্টেমের ল্যাংগুয়েজ। en-US মানে ইংলিশ ইউএসএ। এরকম en-GB মানে ইংলিশ গ্রেট ব্রিটেন, zh-HK মানে চায়নিজ হংকং, zh-CN হল ন্যাটিভ চায়না...
এরপরে দেখা যাচ্ছে AppleWebKit/531.21.8 এটি হল ব্রাউজারের কোর।
(KHTML, like Gecko) Version/4.0.4 অর্থাৎ AppleWebKit/531.21.8 এটি গেকো'র কোরকে বেইজ করে বানানো।(আঁচিলা না আবার) গেকো হচ্ছে ব্রাউজারের লে-আউট ইঞ্জিন।
Safari/531.21.10 এইটা না বুঝার কোনো কারণ নাই। এটা হচ্ছে ব্রাউজারের নাম এবং তার ভার্সন। এইখানে Opera/11.00, Firefox/4.09pre ইত্যাদি দিতে পারেন।
সবগুলোর ভার্সন এবং নাম ঠিকমত দিতে হবে নাইলে Unknown O.S. অথবা Unidentified Browser টাইপের অবস্থা হবে। তবে সেটাও মজার।
