আমাদের ব্লগার বন্ধু ক্যাচাল ক'দিন হলো ব্লগে এসেছেন। এসেই তিনি ক্যাচালী শুরূ করেছেন। তবে ক্যাচালীর বিষয় হিসেবে নিয়েছেন ইসলামের পবিত্র কিছু বিষয়াবলীকে। তিনি আবার ডিসক্লেইমার দিয়ে জানাচ্ছেনঃ "নাস্তিকতার প্রচার নয় বরং মুক্তচিন্তার প্রসার ঘটানোই আলোচনার উদ্দেশ্য।"
সম্মানিত ব্লগার বন্ধুরা লক্ষ্য করে থাকবেন যে তিনি আবার নাস্তিক গ্রুপ নামে গ্রুপ খুলতে চেয়েছিলেন। তাঁর এক পোস্টে মন্তব্যে উল্লেখ করেছেন "তিনি ও আস্তিক"। আর তাঁর বন্ধুরা তাঁকে পরামর্শ দিয়েছেন আপাতত কুর'আন নিয়ে ক্যাচালী পারার জন্য। তবে তিনি তাতে না থেমে থেকে অনেক কিছু নিয়ে ক্যাচালী শুরূ করেছেন।
যিনি নাস্তিক গ্রুপ খুলতে চান তিনি আবার মুক্তচিন্তার প্রসার ঘটানোর জন্য ইসলামের পবিত্র ব্যাপারগুলো নিয়ে নেতিবাচক পোস্ট দিয়ে যাচ্ছেন। বৈপরিত্যে ভরা স্লোগান ছাড়া ওকথাটা আর কিছুই নয়।
পরের কথা হলো মুক্তচিন্তার প্রসার ঘটাতে পারেন তারা যারা আসলেই তাদের আলোচিত বিষয়গুলোর উপর ভাল দক্ষতা রাখেন। যিনি জানেনইনা তিনি কি নিয়ে কথা বলছেন তাঁর কাছ থেকে কোন ধরণের মুক্তচিন্তার খোরাক পাবেন পাঠক/শ্রোতারা তা বোধ করি কারো অজানা থাকার কথা নয়।
আমাদের আলোচিত ভদ্রলোক বিভিন্ন সময় কুর'আনের আয়াত পোস্ট দিয়ে ওগুলোর মধ্যে বৈপরিত্য খুঁজেছেন বা তথ্যগত অসমাঞ্জস্য দেখেছেন, ইত্যাদি। তাঁর এ ধরণের একটি পোস্ট হলোঃ অহূদ বংশ(The people of Aad) ধংস করতে আল্লাহ কয়দিন সময় নিয়েছিলেন? পোস্টটি তাঁর অজ্ঞতার একটি উত্তম নমূনা। দ্বীপবালক নামক ব্লগার আমাদের মুক্তচিন্তার পথিকৃৎ সাহেবের আরবী ভাষার জ্ঞানের পরিধির প্রমাণ তুলে ধরেছেন এবং তার বক্তব্যের অসারতা প্রমাণ করে দেখিয়েছেন। তাঁর প্রতিটি পোস্টই এরকম ভুলে ভরা মুক্তচিন্তাতে, যা সুস্থ্য জ্ঞান সম্পন্ন মানুষকে বিভ্রান্ত করবেনা, তবে তাঁর মত অপরিপক্ক জ্ঞানের অধিকারীদেরকে আরো বিভ্রান্ত হতে নিঃসন্দেহে সাহায্য করবে।
যাঁর আরবী ভাষা সম্পর্কে সামান্য জ্ঞান নেই, তিনি শুধুমাত্র অনুবাদের উপর নির্ভর করে ভুল ধরতে এসে যে কত মারাত্মক ভুল নিজে করেন তার "অহূদ জাতি" সংক্রান্ত পোস্টে দ্বীপবালকের জবাবে তা সুস্পষ্ট হয়ে ফুটে উঠেছে। নতুন করে জবাব দেবার প্রয়োজন নেই।
এই পোস্টের উদ্দেশ্য হচ্ছে মুসলিম ব্লগারদের সাবধান করা তাঁর ব্যাপারে আর সাথে সাথে ইসলামের জ্ঞান স্বচ্ছ মন নিয়ে আহরণ করারও আহবান জানানো। সুপ্রিয় মুসলিম ভাই-বোনেরা জ্ঞান অর্জনের কোন বিকল্প নেই। আপনারা যদি নিজেরা একটু কষ্ট করে ইসলামের বেসিক জ্ঞানগুলো অর্জন করার চেষ্টা করেন তাহলে আর বিভ্রান্ত হবেননা। মনে রাখবেন আল্লাহ্ বলেছেন (তাঁর কালামের তর্জমা), "যারা জানে আর যারা জানেনা তারা কি সমান হতে পারে? যাদেরকে ভাল সমঝ দান করা হয়েছে তারাই শুধু উপদেশ গ্রহণ করে।" [আয-যুমার, ৩৯/৯] তিনি আরো বলেছেন (তর্জমা), "নিশ্চয়ই আল্লাহ্র বান্দাদের মধ্যে জ্ঞানীরাই তাঁকে বেশী ভয় করে চলে।" [ফাতির, ৩৫/২৮]
এই ভদ্রলোকের পোস্টে কোন জবাব দেয়া থেকে আমি বিরত থাকছি, কারণ তিনি নিজেকে বহুত জ্ঞানী মনে করেছেন, নিজের অজ্ঞতা প্রকাশ করে জানতে চাননি। আমি ইনশা'আল্লাহ্, তার উত্থাপন করা প্রসঙ্গগুলোর উপর আলোকপাত করব আলাদা পোস্টে।