এই সাকিব নামের ২৩ বছরের ছেলেটার উপর আমরা অনেক বেশি চাপ দিয়া দিয়েছি, আজ যতই মানুষ ফুল ছিটাক সেদিন এর কথা কি সে কখনও ভুলতে পারবে আমার তো মনে হয় কখনই ভুলতে পারবে না, কাল সাকিব কেদেছে, কার দোষে হয়তো আমাদের সবার দ্বায়ীত্ব নিয়ে তা ভালমত পাল...ন করার খুশিতে নাকি গত ৭ দিন তাকে নিয়ে যে নগ্ন সমালোচনা হল তার জবাব দেয়ার খুশিতে, আমরাই আমাদের এই সম্পদকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিলাম, হায় যারা যার জায়গায় থেকে সেদিন আমাদের থেকে এই দলটাকে ছিড়ে খুড়ে খেয়েছিল তারা কি বুঝে নাই আমাদের এই ক্রিকেট দলটা আমাদের আমাদের মত অনেক কিছু না পাওয়া জাতি এর জন্য অনেক কিছু, এর উপর আঘাত করলে আমাদের উপর এই আঘাত করা হয়।কাল দেখলাম সেদিন যারা এই বাংলাদেশ দলটাকে সর্বনিম্ন কিছুর সাথে তুলনা করতে ব্যাকুল ছিল তারাই কাল জীবন দিয়া বাংলদেশ দলে সুনাম করতে উঠেপরে লেগেছে, হয়তো মনে মনে ভবিষ্যত এর কোন এ ম্যাচ এ সমালোচনা করার গোপন প্রস্তুতি নিচ্ছে।
গত ম্যাচ এর পর বাংলাদেশ অনেক জনগণকে দেখলাম ৫৮ সংখ্যা এর উপর বেজাই রাগ করে থাকতে আজ অনেকই হয়ত এই সংখ্যাটাকে পরম ভালবাসাতে কাছে টেনে নিবে, কারন এটা রিয়াদ আর সাইফুল এর জুটিতে সংগ্রহ করা রান। সেদিন এর ৫৮ রান যেমন অস্বাভাবিক নয়, তেমনি গতকাল এর জয় ও অস্বাভাবিক নয়, ক্রিকেট এ অনেক কিছুই হতে পারে। তাই সেদিন যারা অমন সমালোচনার পাত্র নিয়া বসেছিলেন তারা আগে ক্রিকেটটাকে বুঝার চেষ্ঠা করুন।
আজ আমাদের সাংবাদিকদের জন্যও অনেক আনন্দের দিন মন খুলে আজ কাব্য রচনা করতে পারবেন তারা, এই কাব্য গুলা প্রকাশিত হবার আগে একটাবার কি ভাববেন গত ৭ দিন আপনারা কি করেছেন। জানি এই একটা জয় বাংলাদেশ ক্রিকেটকে বদলে দিবে না তবে যে চাপের কৃষ্ণগহ্বব্র থেকে বাংলাদেশ বের হয়ে আসল তা জয় পাওয়ার থেকে বেশি দরকার ছিল।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১১ সকাল ৯:২৫