সামুতে একেবারে নতুন আসার সময় কিছু শব্দ দেখে টাস্কি লাইগা গেছিল, এখন উলটা নিজেই পোচমর্টেম করতেছি সেইসব শব্দের। দেখেন এইবারঃ
১.সামু- এইটা কেউ না এইটা সামহোয়ার ইন ব্লগ (বাধঁ ভাঙ্গার আওয়াজ) এর ডাকনাম।
২.মডু- মডারেটর। একদল আকাইম্মা লোক যারা সামুর পোষ্ট সমূহ নিয়ন্ত্রন করার চেষ্টা করেন। এরা কিছু গালিবাজ ব্লগারদের শত্রু আর জনগনের বন্ধু (!) ।
৩.এডু- সামহোয়ার ইন ব্লগের এডমিন। যিনি ব্লগারদের ব্যন মারতে পছন্দ করেন।
৪.ডেবু/ডেভু- ডেভলাপার। সেই কালপ্রিট যিনি মাইনাস বাটন উধাও করেছেন (বাইচা গেছি, আরেকটু হইলে পোষ্ট মাইনাসে মাইনাসে মাইনাসমায় হয়া যাইত) ।
৫.ছাগু- ছাগল, ডীজিটাল ড়াজাকার। আপাতদৃষ্টিতে ছাগল মনে হলেও এরা আসলে পাকি দালাল।
৬.মগবাজারী- বিশেষ ভার্শনের ছাগু।
৭.ভাদা- ছাগুর বিপরিতার্থক শব্দ, যার মানে ভারতের দালাল (তাইলে পাকি দালাল পাদা না হয়ে ছাগু হইল কেন ? ) ।
৮.ছাগুফাইটার- যেসব ব্লগার ছাগুদের উপর ক্ষিপ্ত হইয়া পোষ্ট দেয় তারাই ছাগু ফাইটার।
৯.ভাদাফাইটার- ভাদা ফাইটার বইলা কোনো শব্দ নাই, সকল ছাগুই ভাদাফাইটার।
১০.টেকি- টেকনোলজিষ্ট। যারা কম্পিউটার আর ওয়েব নিয়া ট্রিক্স দেয় তারাই টেকি (যদিও ৯৯.৯ পার্সেন্টই কামে লাগে না) ।
১১.লুল- এক ধরনের অসভ্য (!) ব্লগার যারা মেয়েব্লগারদের জ্বালাতন করার জন্য মুখিয়ে থাকে। :!> :#>
১২.আস্তিক- নাস্তিকদের ঘোর শত্রু।
১২.নাস্তিক- আস্তিক দের ঘোর শত্রু।
১৪.মমিন- “কস্কি মমিন” ডায়লগের দেই মমিন, যে সমস্ত অজানা তথ্য ব্লগারদের কাছে তুলে ধরে (ক্ষেত্র বিশেষে মমিন যে কেউ হতে পারে)।
১৫.সুশীল- ভদ্র ব্লগার। যারা অন্য কারো সাতে পাঁচে নাই (আমিও ছিলাম)।
১৬.ছুছিল- যারা এখনো সুশীল হইতে পারেনাই।
১৭.গ্রুপ কমেন্টিয়ান- যারা ৭ দিন পার হওয়ার পরও সেফ না হইতে পাইরা গ্রুপে গ্রুপে কমেন্ট করে। :-<
১৮.কপি-পেষ্টিয়ান- যারা অন্য ব্লগারদের ব্লগ কপি-পেষ্ট মাইরা নিজের ব্লগ বইলা চালায় যায়।
১৯.মাইনাস ফাইটার- যারা মাইনাসকে ফিরিয়ে আনার একান্ত প্রচেষ্টায় নিয়োজিত।
২০.কাগু / জব্বার কাগু- সেই বিখ্যাত বিজয়ওয়ালা মোস্তফা জব্বার, (ক্ষেত্র বিশেষে তার শিষ্যরাও।
২১.ভাকুর- ভাদাকার ঠাকুর। বিশেষ ভার্শনের ভাদা। [সুত্রঃ মূলহীন]
২২.ফডুক মামা- ফটো ব্লগার। যারা খালি ছবি (ফডুক) তুলে বেড়ান এবং তা নিয়ে আজাইরা পোষ্ট দেন তাদের এই নামে আখ্যায়িত করা হয়। [সুত্রঃ মাশফিক হক]
২২. ছাইয়া- যাদের জেন্ডার জানতে গিয়া ব্লগারদের ফান্দে পড়তে হয় কিংবা জেন্ডার যানা গেলেও অন্য ব্লগাররা তা নিয়ে সন্দিহান তাদের ছাইয়া বলা হয়। [সুত্রঃ আর.এইচ.সুমন]
২৩.কোবতে ব্লগার- ব্লগীয় কবি। যেসব ব্লগারদের কবিতা পোষ্টের জ্বালায় অন্য ব্লগাররা অতিষ্ঠ তাদের কোবতে ব্লগার বলা হয়। [সুত্রঃ কুচ্ছিত হাঁসের ছানা]
২৪.তালগাছবাদী- বিশেষ ধর্ম বিষয়ক ভন্ড। :-< [সুত্রঃ প্রলাপ]
২৫.ছাগবান্ধব- ছাগুদের চামচাদের ছাগবান্ধব বলা হয়। এরা ছাগু হতেও পারে আবার নাও হতে পারে। আবার ছাগুত্বের প্রথমবস্থা কেও ছাগবান্ধব বলা হয়। [সুত্রঃ গ্রাউন্ড ফ্লোর]
২৬.ভাদাবান্ধব- ভাদাদের সহকারী কিংবা চামচাদের (যারা এখনো ভাদা হয়ে উঠতে পারে নাই) তাদের ভাদাবান্ধব বলা হয়।
২৭.চাল্লু ব্লগার- বিশেষ প্রজাতির ব্লগার, যারা নিজেদের সমর্থিত পোষ্ট ব্যাতীত অন্যপোষ্টে প্লাস দেয় না, আর দিলেও "এরকম পোষ্ট আগে অনেক দেখেছি" টাইপের কমেন্ট দেয় (এরা কপি-পেষ্টিয়ান হইতেও ভয়ঙ্কর)।
২৮.নতুন বউ- নতুন ব্লগারদের পুরোনো ব্লগাররা এই নামে ডাকে।
২৯.হাগু- বিশেষ ভার্শনের ছাগু কিংবা বাচ্চাদের ইয়ে... [সুত্রঃwPinwir]
৩০.নগার- এরাও নতুন ব্লগার। কিন্তু এরা একমাস যাওয়ার পড়েও সেফ হয়নাই। এরা গ্রুপ কমেন্টিয়ান হইতেও আলাদা। [সুত্রঃ খান @ খান]
৩১. বাতাসী ব্লগার- যারা হিট বাড়ানোর জন্য সাম্প্রতিক আলোচিত বিষয় নিয়া হুদাই পোষ্ট মাইরা যায় (যদিও হিট বাড়ে না) তাদের বাতাসী ব্লগার বলে। যেমনঃ প্রভা, শাহরুখ খান, ইভা রহমান, ফেলানী, আড়িয়াল বিল, মেহেরজান, প্লাস- মাইনাস নিয়া পোষ্টানো ব্লগার।
৩২.মাতুব্বর ব্লগার/পাকনা ব্লগারঃ যারা এমন ভাব নেয় যে তাদের মন মত ব্লগিং করতে হবে এবং সবার উপরেই পাকনামী করে। সূত্রঃ শিপু ভাই
ব্লগাররা এখন আপ্নারাই বলুন, আপনি কীরকম ব্লগার (একাধিক অপশন বাছা যাইতে পারে)।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১১ রাত ১০:১১