এপার বাংলা ও ওপার বাংলা-এই দুই বাংলা কিন্তু দুই স্বাধীন বাংলাদেশ নয়! এপার বাংলা স্বাধীন বাংলাদেশ আর ওপার বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ ভারতের একটি অঙ্গরাজ্য। পশ্চিমবঙ্গকে দিল্লীর শাসনাধীনে চলতে হয়, তার নেই সিদ্ধান্ত নেয়ার নিজস্ব ক্ষমতা যা আছে আমাদের বাংলাদেশের। এ দিক দিয়ে বলতে হয়- বিশ্বের যে প্রান্তে থাকুক না কেন, প্রত্যেক বাঙালির উচিৎ বাংলাদেশকে নিয়ে গর্ব করা এবং অনেকেই তা করেন। কারণ বাংলাদেশই হল বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতির শেষ আশ্রয়স্থল!
কিন্তু আশঙ্কাজনক বিষয় হল- দিল্লির পশ্চিমবঙ্গ শাসনের মত বাংলা ভাষাও আজ হিন্দির শাসন ও আগ্রাসনের শিকার। বাংলাদেশে এর মাত্রা কম হলেও পশ্চিমবঙ্গে বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতিকে রাহুগ্রাসের মত গ্রাস করে নিচ্ছে! আর মাত্র বিশ বছরের মধ্যে পশ্চিম বঙ্গ থেকে বাংলা ভাষা বিলুপ্ত হবে! তবে গ্রাম-গঞ্জে হয়তো কিছু থাকবে।
আমাদের বাংলাদেশে দুই বাংলাকে এক করা নিয়ে বিভিন্নজন বিভিন্ন ইস্যুতে বিভিন্ন কথা বলেন। ওপার বাঙালিদেরও অনেকেই বলেন। আমিও অনেক ক্ষেত্রে বলেছি ও বলি। কিন্তু প্রশ্ন হল-এই এক করাটা কিভাবে হবে? এ প্রশ্ন এখন পর্যন্ত কেউ তুলেনি, তেমনি বলেনিও। দুই বাংলা এক কীভাবে হবে- বাংলাদেশকে অখণ্ড ভারতের একটি প্রদেশ করে (যেমনটা আছে পশ্চিমবঙ্গ) নাকি বৃহত্তর ও অবিভক্ত স্বাধীন বাংলা গঠন করে? আমার মতে, যারা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করার স্বপ্ন দেখছেন তাদের উদ্দেশ্য কোনোক্রমেই সৎ নয়- অসৎ তো বটেই; তেমনি তা বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতির জন্য হবে কফিনে শেষ পেরেক ঠুকানো!
বাংলাকে শক্তিশালী করতে হলে হিন্দিকে দুর্বল করতে হবে, আর দুই বাংলা একত্রে বৃহত্তর স্বাধীন বাংলা গঠন করলে হিন্দি এমনিতেই দুর্বল হবে। সেক্ষেত্রে প্রথম কাজ হল ওপার বাংলাকে হিন্দির রাহুগ্রাস তথা ভারতের পরাধীনতা থেকে মুক্ত হওয়া আর ওপার বাংলা যদি নিজের পরাধীনতা হতে মুক্তি পেতে চায়, নিজেদের ভাষা ও সংস্কৃতি যদি রক্ষা করতে চায় তাহলে আগে ভারত থেকে তাদের স্বাধীন হতে হবে এবং প্রয়োজনে আমরা সহায়তা করব যেমনটি তারা আমাদের সহায়তা করেছে ৭১-এ! তারপর দুই বাংলা এক করা যায় কিনা সে নিয়ে দুই স্বাধীন বাংলার মানুষ আলোচনা করে সিদ্ধান্ত নেবে। তবে,সেক্ষেত্রে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর দাবিটি বিবেচনা করতে হবে। তিনি যেমনটি বলেছেন, “ আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার ত্রিপুরাও আমার। এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না।"
বাংলাদেশ সরকার মোদির এক তৃতীয়াংশ দাবির বিরুদ্ধে একটা নিন্দা অন্তত প্রকাশ করতে পারত। তাও করেনি, কি করে বুঝব এরা দেশ প্রেমিক না ................ত প্রেমিক।