একটা জিনিস নিয়ে বেশ খটকায় ছিলাম লিখবো কিনা ভাবছিলাম, একটু আগে মুহাম্মদ জাফর ইকবাল স্যারের "সাদাসিধে কথা" থেকে মেডিক্যাল অ্যাডমিশন টেস্ট নিয়ে উনার অভিমত পড়ে লিখতে মন চাইল। ব্যাপারটা আসলে জটিল বেশ কিছু কারণে। তবুও লেখা যেতে পারে আজকালকার অবস্থা ভেবে। অনেকেই সম্মিলিত পরীক্ষার পক্ষে আছেন, জাফর ইকবাল স্যারও তাই। আমাদের দেশে সব জায়গায় আলাদা পরীক্ষা নেয়ার ব্যাপার অনেকদিনের। সম্মিলিত পরীক্ষা নেয়ার ব্যাপারে বড় ইউনিগুলো সম্মতি দেয়নি বা আগ্রহ প্রকাশ না করায় হয়ে ওঠেনি। আমার ধারণাগুলো বলার চেষ্টা করছি, আমার জানা মতে যেসব দেশের জনসংখ্যা বেশী সেখানেই ঝামেলাটা লাগে। বাংলাদেশ এবং তুরস্ক নিয়ে আমি আলোচনায় যাব। আমার দু দেশেই অনেকদিন থাকা হয়েছে তাই কিছুটা লিখতে মন চাইল। তুরস্কের ব্যাপারটা অনেকেই জানেন না বলে একটু খুলে বলি। সত্য বললে আমার নিজের তেমন ধারণা ছিল না এখানে আসার আগে, আমাদের আগ্রহটা কয়েকটা দেশের মধ্যেই আটকে আছে !! তুরস্কে অনেক ছাত্র-ছাত্রী.. এই ইউরোপে এদের জনসংখ্যা ৭৫ মিলিয়ন। তাদের প্রতি বছর অ্যাডমিশন টেস্ট নিতে হচ্ছে, তবে এখানে যতবার খুশী পরীক্ষা দেয়া যায়। এখন হচ্ছে আসল ব্যাপার, তার মানে প্রতি বছর সংখ্যা বাড়ছে !! আমার সাথে ক্লাস করছে একজন ৩ বছর একজায়গায় ইউনিতে পড়ে আবার পরীক্ষা দিয়ে আবার ডিপারটমেন্ট চেঞ্জ করলো.. তার বয়স ২৬ !! যাই হোক এদের ব্যাপার হচ্ছে জাতীয় পরীক্ষা দিয়ে সবাই জানে দেশে তার সিরিয়াল কতো। সেভাবেই তাকে বিষয় দেয়া হবে এমন কি প্রাইভেট ইউনিতেও লাগবে এই নাম্বার। মজার ব্যাপার হচ্ছে এখানে হাই স্কুল থেকেই মেধা অনুসারে ফিলটার করা হয়। বিজ্ঞান বিভাগে যারা আছে তাদের উচ্চতর গণিত শেখানো হয়, তাদের শিক্ষার মান তারা "আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড" গুলোতে দেখিয়েছে এবং দেখাচ্ছে : তাদের ভাল ফলাফল ২০১১ সালে তালিকায় ৬ নম্বরে থাকা এবং সবচেয়ে খারাপ ১৯৯২ সালে ৩২ তম। উন্নত দেশের জন্য গণিত অনেক বেশী গুরূতর..সেটা সবাই জানে। আরো মজার ব্যাপার হচ্ছে এখানে গণিতে যারা ভাল তারাই মেডিক্যালে পড়ে !! কারণ জাতীয় পরীক্ষায় গণিত আবশ্যক। আর টাকা হোক বা সুন্দর জীবনের জন্য বা ইচ্ছা করেই জাতীয় মেধা তালিকায় প্রথম দিকে থাকে তারা বেশীর ভাগই মেডিক্যালে যায়। তবে তাদের পরীক্ষা যে অনেক পারফেক্ট তাতে কারো সন্দেহ নেই, তাই সবাই সবার মেধা সম্পরকে ভাল আইডিয়া পায়। যারা ভাল বিষয় পায় না.. তারা আবার কোচিং করে। সারাবছর এই অবস্থা !! এখানে শেখানো হয়, কীভাবে শিখে ভাল করে ভাল ইউনিতে যেতে হবে তা যত সময় লাগুক না কেন। এই কারণে ইউনিগুলোতে আজীবন পড়ার সুযোগ করে দিয়েছে যতদিন গ্রাড না হতে পারছে। আমরা এখনোও অনেক দূরে আছি। তবে আমাদের দেশে যতদিন ভাল ভাবে কোন সিস্টেম প্রয়োগ না হচ্ছে বা অ্যাডমিশন টেস্ট সম্মিলিত কোন ব্যবস্থার মধ্যে যাচ্ছে কিছু না কিছু ছাত্র-ছাত্রী বঞ্চিত হবেই.. সেটা ৫০% হতে পারে। তবে সিস্টেম যাই হোক আমাদের মত বিশাল জনসসংখ্যার দেশে "অ্যাডমিশন টেস্ট" বা বাছাই পরীক্ষা অবশ্যই রাখতে হবে।
"অ্যাডমিশন টেস্ট"
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর


আলোচিত ব্লগ
অদৃশ্য দোলনায়
ভোরের রোদ্র এসে ঘাসের শিশিরে মেঘের দেশে চলে যেতে বলে
শিশির মেঘের দেশে গিয়ে বৃষ্টি হয়ে ঘাসের মাঝে ফিরে আসে-
বৃষ্টি হাসে শিশিরের কথায়। তাহলে আমরা দু’জন কেন প্রিয়?
এক জুটিতে... ...বাকিটুকু পড়ুন
আল্লায় দেছে!
আল্লায় দেছে। কথাটার মানে হচ্ছে- আল্লাহ দিয়েছেন।
হ্যা আল্লাহ আমাদের সব দেন। এই দুনিয়ার মালিক আল্লাহ। আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন শুধু মাত্র তার ইবাদত করার জন্য। কিন্তু মানুষ... ...বাকিটুকু পড়ুন
ড. ইউনূসকে পিকিং বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান....
ড. ইউনূসকে পিকিং বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান....
বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে চীনের পিকিং বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে। শনিবার (২৯ মার্চ) এক বিশেষ অনুষ্ঠানে ক্ষুদ্রঋণ ও... ...বাকিটুকু পড়ুন
ড. ইউনুস: এক নতুন স্টেটসম্যানের উত্থান
ড. মুহাম্মদ ইউনুস ধীরে ধীরে রাজনীতির এক নতুন স্তরে পদার্পণ করছেন—একজন স্টেটসম্যান হিসেবে। তার রাজনৈতিক যাত্রা হয়তো এখনও পূর্ণতা পায়নি, তবে গতিপথ অত্যন্ত সুস্পষ্ট। তার প্রতিটি পদক্ষেপ মেপে মেপে নেয়া,... ...বাকিটুকু পড়ুন
প্রধান উপদেষ্টার চীন সফর কেমন হলো ?
প্রধান উপদেষ্টা ড. ইউনূস এখনো চীন সফরে রয়েছেন। চীন সফর কে কেন্দ্র করে বাংলাদেশে এক শ্রেনীর মানুষের মধ্যে ব্যাপক হাইপ দেখা যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে এমন সাসেক্সফুল সফর আর কোনো দলের... ...বাকিটুকু পড়ুন
১. ২৫ শে আগস্ট, ২০১২ সকাল ১০:১৯ ০