সকল সমস্যার মূলে ধর্ম :আসলে ধর্ম যদি না থাকত এই পৃথিবীটা অনেক সুন্দর হত ।কারণ বর্তমানে পৃথিবীতে সবচেয়ে বেশী সমস্যা সৃষ্টি হচ্ছে ধর্ম দ্বারা।বিশেষ করে ইসলাম, শিয়া সুন্নী বিভেদ ধর্মের জন্য মানুষ হত্যা, বোমাবাজি ইত্যাদি ।ঠিক তেমনি ভারতে কট্টর হিন্দুরা ধর্মের দোহাই দিয়ে গো মাংস খাওয়া বন্ধ করে দিতে চাচ্ছে এবং অন্যান্য ধর্ম অবলম্বীদের উপর অত্যাচার চালাচ্ছে ।ঠিক মায়ানমারে ও একই ঘটনা ঘটছে ।মূলত ধর্ম থেকেই সৃষ্টি হচ্ছে সকল সমস্যা।বর্তমানে বাংলাদেশে যেসব জঙ্গি গোষ্ঠীর উৎপত্তি হচ্ছে তারা সবাই ইসলাম ধর্ম দ্বারা প্রভাবিত ।তাই কেউ যদি ধর্মের সমালোচনা করে এসব ধর্মান্ধরা তাদেরকে প্রকাশ্যে হত্যা করে চলছে ।ধর্মকে কেন্দ্র করে সৃষ্টি হচ্ছে আস্তিক আর নাস্তিক ,যেহেতু, বাংলাদেশের শতকরা নব্বই ভাগ মানুষ ইসলাম দ্বারা প্রভাবিত তাই ইসলামের বিরুদ্ধে কথা বললেই নাস্তিকদের জীবন বিপন্ন ।আমি চাই এমন একটা সমাজ যেখানে আস্তিক হোক আর নাস্তিক হোক সবাই যেন তাদের মুক্তমত প্রকাশ করতে পারে।বাংলাদেশে আদৌ এ ধরনের সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব বলে আমি মনে করি না ।কারণ বর্তমানে মুক্তমনা মানুষগুলোর জীবন সর্বোচ্চ ঝুঁকিতে ।এক্ষেত্রে প্রয়োজন মুক্ত চিন্তার মানুষগুলোর জীবনের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা ।যা আদৌ সরকার দিতে ব্যর্থ ।পৃথিবীর সকল মানবাধিকার সংগঠন গুলো এবং পশ্চিমা বিশ্বকে এই ব্যাপারে সরকারেরকে চাপ প্রয়োগ করা দরকার যাতে মুক্তমনা মানুষগুলো নির্বিঘ্নে তাদের মতামত প্রকাশ করতে পারে ।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৫:৩৮