মনে করুন আপনি একজন টিচার। ক্লাশে গিয়ে দেখলেন সবাই সাদা শার্ট পরে এসেছে। এদের মধ্যে শুধুমাত্র একজন নীল শার্ট পরে এসছে। আচ্ছা বলুন তো সবাইকে ছাপিয়ে নীল শার্টওয়ালাই কি আপনার নজর কাড়বে না? অবশ্যই।
আচ্ছা, এবার একটু লক্ষ করে দেখুন তো আপনার অ্যাটিটিউডের মধ্যে ম্যাচিউরিটি আছে কি না? ভিন্নতা আছে কি? যদি থেকে থাকে তাহলে আপনি যে কারো ফোকাসিং পয়েন্টে চলে আসতে পারেন। বাট, বি নোটেড দ্যাট, গতানুগতিক হলে কিন্তু কাররই নজড় কাড়তে সক্ষম হবেন না।
দেখে থাকবেন ক্লাশের কোন একজন স্টুডেন্টকে স্যার খুব ভালভাবে চেনে। লক্ষ করলে দেখবেন ক্লাশের ঐ স্টুডেন্টটির এমন কিছু বৈশিষ্ট্য আছে যা অন্যদের নেই। দ্যাট'স হুয়ায় সে টিচারের ফোকাসিং পয়েন্টে চলে আসতে পেরেছে। আর বাঁকিরা স্টিল ট্রেডিশনাল।
হাও টু গেট নোটিশড? এই কোয়েশ্চিনটা কি আপনার মনের অলি-গলিতে উঁকি মারছে এখন? জবাব হ্যাঁ হয়ে থাকলে অ্যান্সার ইজ জাস্ট বি ডিফ্রেন্ট