আমরা বিভিন্ন কারণে বিভিন্ন কিছুকে ভয় পাই। ভয় নিয়ে তৈরি হয়েছে অসংখ্য পরিভাষা। কয়েকটা শেয়ার করছি....
অ্যাব্লুটোফোবিয়া (Ablutophobia)- গোসল করার ভয়।
অ্যাকারোফোবিয়া (Acarophobia)- চুলকানির বা চুলকানি দেওয়া পোকার ভয়।
অ্যাসিরোফোবিয়া (Acerophobia)- টক-জনিত ভয়
অ্যাকাউসটিকোফোবিয়া (Acousticophobia)- গোলমালের ভয়
অ্যাক্রোফোবিয়া (Acrophobia)- উচ্চতার ভয় (উঠতে বা উঠে নিচে তাকাতে)
অ্যাগ্লিওফোবিয়া (Agliophobia)- ব্যাথাজনিত ভয়
অ্যাগ্রিজুওফোবিয়া (Agrizoophobia)- বুনোপ্রাণির ভয়
অ্যাজাইরোফোবিয়া (Agyrophobia)- রাস্তার বা রাম্তা পার হওয়া-জনিত ভয়
আরসনফোবিয়া (Arsonphobia)- আগুনের ভয়
এটমোসোফোবিয়া (Atomosophobia)- পারমাণবিক বোমা বিস্ফোরণের ভয়
অ্যাটাইকিফোবিয়া (Atychiphobia)- ব্যার্থ হবার আশঙ্কা
ব্যালিস্টোফোবিয়া (Ballistophobia)- ক্ষেপনাস্ত্র বা বুলেটের ভয়
ব্রোনটোফোবিয়া (Brontophobia)- বজ্রপাত বা বিদ্যুত চমকের ভয়
ক্যাটোপট্রোফোবিয়া (Catoptrophobia)- আয়নাকে ভয়
ডিমানোফোবিয়া (Demonophobia or Daemonophobia)- পিশাচের ভয়
ডেন্টোফোবিয়া (Dentophobia)- দন্তচিকিৎসককে ভয়
এনটোমোফোবিয়া (Entomophobia)- পোকামাকড়ের ভয়
জুওফোবিয়া (Zoophobia)- পশকে ভয়
জেনোগ্লসোফোবিয়া (Xenoglossophobia০- বিদেশী ভাষাকে ভয়
সূত্র: ইন্টারনেট
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৫০