অর্থ হিনের জন্ম বৃথা
এ মহা ভৃবনে,
শুধু দুঃখ দৈন্য ঘাত প্রতিঘাত
এদের জীবনে ।
পথ চলা প্রভুহীন সারমেয় এর মত কাটে
জীবনের প্রতিটি মুহুত্ত
ক্ষনেকেই হারিয়ে যায় জীবনের সর্বত্র ।
শোষন আর শাসনের সীমাহিন যাতনা
নিমিষেই ভেঙ্গে দেয় আজন্ম লালন করা কাংখিত
সাধ সাধ্য সাধনা ।
বুদ্ধ বেশে ব্যাধ এসে
প্রতি নিয়ত করে স্বীকার,
মানবতা কেদে মরে ওদের দ্বারে দ্বারে
শত শত নাঙ্গা ভুকার ।
সাধুতার বেশে শঠতা ঢেকে
মানুষ হইয়া মানুষের রক্ত খায় চুপে চুপে,
তবুও ওরাই ঋষি ওরাই মুনি
চারিদিকে তাই ওদেরই জয় জয়কার শুনি ।
মৌন ভঙ্গ করে মা, এবার উঠাও তোমার কর
যক্ষপতিদের ক্ষান্ত করে রক্ষা কর মদের সবার ।
১. ২৭ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:২৩ ০
শঠতা ঢেকে
মানুষ হইয়া
মানুষের রক্ত
খায় চুপে চুপে
তবুও ওরাই ঋষি
ওরাই মুনি
ওদেরই জয়জয়কার শুনি।
কবিতার কথা গুলো সত্য