(ছবিটা প্রতিকী)
একেতো ধর্মীয় সংখ্যালঘু (শব্দটা ইউজ করতে চাইনি) সম্প্রদায়ের লোক, তার উপর ছিল গ্রামের দরিদ্র প্রায় বৃদ্ধ একজন দর্জি, দুই কন্যা সন্তানের জনক।
অতীতে কোন একদিন নাকি সে চায়ের আড্ডায় মহানবী (সা.) নিয়ে শুধু একটা খারাপ মন্তব্য করেছিল। তার জন্য তাকে পেটানো হয়েছিল, তার দোকান পুড়িয়ে দেয়া হয়েছিল, কিছু দিন জেলও খেটেছিল। এখন সে জামিনে ছিল। যদিও তার পরিবার বলে তার বিরুদ্ধে অভিযোগ ছিল মিথ্যা।
গতকাল দিনের বেলায় জংগীরা তিন জন এসে তাকে কুপিয়ে মেরেফেলে গেছে। কত হাই প্রফাইল লেখক সাহিত্যিক প্রকাশক প্রফেসর কে কুপিয়ে মেরে ফেলল। কারো কিছুই হলো না।
আমারতো মনে হয় এই দরিদ্র দর্জি কোলটার পরিবার কোন আইনি সহায়তাতো পাবেই না উল্টা নানান ঝামেলায় পড়বে এখন থেকে। হয়তো সহায় সম্বল যেটুকু আছে সেটাও হারাবে। এমনকি এক সময় দেশ ত্যাগ করে চলেও যেতে হবে।
কি দরকার ছিল এই দরিদ্র লোকটাকে মেরে ফেলার? সেতো কখনো কোথাও কিছু লিখে বা সমাবেশে বক্তব্য দিয়ে তার মতবাদ প্রতিষ্ঠা করতে চাইতো না।
আল্লাহতো তাঁর পবিত্র কুরআনে বলেছেনই "তোমরা অবিশ্বাষীদের সাথে অতন্ত (আমি আবার বলছি অতন্ত) নরম সুরে কথা বলো।"
ধর্মীয় সংখ্যাগুরু সম্প্রদায়ের লোক হিসাবে আমি ক্ষমা পার্থী, আমি গভীর সমবেদনা জানাই।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৬ রাত ৯:৪৪