সেদিন অঝোর ধারায় ফাগুনের বৃষ্টি নেমেছিল
আমি দু'হাত ভরে ফাগুনের বৃষ্টির জল ছুঁয়ে দেখেছি,
শীতল পরশে আবির রাঙা আকাশের পানে
চেয়ে খুঁজেছি বাসন্তী রঙের রংধনু!
বুঝিনি এতটা অবুঝ ছিলেম সেই আমি,
চুপিচুপি এসেছিলে তুমি আমার পিছু
ফাগুনের একপশলা বৃষ্টির জল হয়ে ছুঁয়ে দিতে।
সেই যে মধ্যদুপুরে আকাশভাঙা ঝুমঝুম বৃষ্টির রূপে এসেছিলে
আমার প্রথম প্রেমের অনুভূতি হয়ে গুনগুনিয়ে গানের মতন
""একটুকু ছোঁয়া লাগে,
একটুকু কথা শুনি
তাই দিয়ে মনে মনে
রচি মম ফাল্গুনী.......""
সেই থেকেই বুঝলুম যে,
তুমি-ই হচ্ছো আমার মনে রঙ বসন্তের ফাগুন
ঝরঝর বৃষ্টিতেও মনে জ্বালাও প্রেমের দ্বিগুণ আগুন!
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:০০