শান্তির ঘুম
এই নগরের ধুলোমাখা প্রতিটি পথ
দীর্ঘশ্বাসের সাথী হয়ে উড়ে বেড়ায় বাতাস।
তালপাতার শীতল আবেশে শান্তির ঘুম
খুঁজে চলে এক শকুনির চোখ!
নবোঢ়ার শয্যা ফেলে আকুলি বিকুলি
পথের ধারে ছুটে যায় হন্যে হয়ে।
রাত্রি শেষে শীতের শেষ প্রভাতে
রাঙিয়ে নেয় তার ছোট্ট ললাট কৃষ্ণচূড়ার লালে।
যদি সাদা হিমঝুরি ঝরে পড়ার আগেই
এসে হানা... বাকিটুকু পড়ুন