কবিতা মরে গেল, না কি কবি?
কথারা হারিয়ে গেল, না কি শব্দেরা?
যে শ্লোকে শোকগাথা গেঁথে রবে
নাকি সেই শ্লোকই হারিয়ে গেল?
বলি,কবিতা কি মরে কভু?
নাকি মরে কবির স্বাদ?
শব্দেরা খেলা করে নাকি কথারা নৃত্য করে!
যে শ্লোকে রবে কবির শোক,
যে শ্লোকে রবে জীবন কবিতার ভোগ;
সেই শ্লোক রচিত করতে চাই
জীবন কবিতার প্রতিটা পাতায়,
কণ্ঠনালীর শেষ শব্দে,
বর্ণমালার অঘোষিত বর্ণে
যাযাবর জীবনের নিষিদ্ধ চলাচলের পথে প্রান্তরে!
আমি সেই শেষ শ্লোক রচিত করতে চাই.......
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:০৬