শুধু আর একটা বিজয় চাই, শেষ বিজয়!
যে বিজয়ে আমরা মরে গিয়েও বেঁচে রবো,
ম্রিয়মাণ হয়েও দুর্বার গতিতে এগিয়ে যাবো,
ভেঙে দিয়ে তোমাদের যতো সংশয়, যতো ভ্রুকুটি।
যে জন্মের শুরু থেকে আজো জ্বালছো আমায়,
পোড়াচ্ছ আমায় প্রতি পদে পদে তিলে তিলে।
আশার তরীতে একদিন স্বপ্নের ভেলা ভাসানোর দায়ে
যে নোঙর ফেলতে দিলেনা তোমরা আমাদের স্বপ্নভূমে!
আমি বলছি শোনো! আমরা বিজয়ী হবই,
তোমরা শেষ দেখা দেখে নিও একদিন
আমরা বিজয় আবার ছিনিয়ে আনবো তোমাদের দুয়ারে;
যে বিজয় এনেছিল বীর সেনানীরা সেই উনিশ পাঁচ দুইয়ে,
সাত এক এ রক্তিম লাল সবুজের কেতন হাতে
ভুলে গিয়ে জীবনের ভয়, মেনে নিয়ে মৃত্যুর অন্ধকূপের ডর!
তাই বলছি শোনো নিন্দুক ও নৃশংসকদের;
শেষ বিজয়ীর হাসি আমরাই হাসবো,
টগবগিয়ে ঘোড়ার পিঠে আমরাই ছুটে যাবো বিশ্ববাসীর সম্মুখে
সেদিন তোমরা অপেক্ষা নয় প্রতিক্ষায় থেকো।
শুধু কেবল আর একটি বিজয় চাই,
যে বিজয় হবে আমাদের শেষ গণতন্ত্রের বিজয়!
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৪১