ভুলে যাওয়ার সময় শেষে তুমি এলে মৃদু শব্দে
না না আলোর দীপশিখা হাতে নয়;
স্বয়ং মৃত্যুপুরীর রাজ্য নিয়ে!
আমি হেসে বললাম;
কি আর মৃত্যু দেখাবে আমায়?
চারদিকে তাকিয়ে দেখো,
আমিতো মৃত্যুপুরীতেই আছি,
ভালো করে শুঁকে দেখো,
লোবানের ঝাঁঝালো গন্ধে
ভরপুর আমার চারপাশ৷
কেবল শবযাত্রাটুকু বাকি!
তবে এসো, এসো হে আমার মৃত্যুদূত!
আমি প্রস্তুত; চেয়ে দেখো হে.....
হাসিমুখে তৈরী আমি, ত্বরা গ্রহণ করে নাও আমায়;
পিছু ফিরে তাকানোর কোনো ক্ষণই যে আমার হাতে নেই৷
তবে প্রচন্ড আফসোস রয়ে যাবে,
যদি একটু স্বর্গীয় দীপক হাতে আসতে তুমি;
তাহলে এই শবযাত্রা হতে হয়তো বেঁচে ফিরতুম
নূতন কোনো এক জীবনের আহবানে!
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৩