আমার একজন অতিপ্রিয় শিল্পীদের মধ্যে একজন হচ্ছেন প্রয়াত সঞ্জীব চৌধুরী। তাঁর গাওয়া অতিপ্রিয় সেই গান- 'আমি তোমাকেই বলে দেবো কী যে একা দীর্ঘ রাত আমি হেঁটে গেছি বিরাণ পথে' এখনও পর্যন্ত আমার মোবাইলে রিং টোনে সেটিং করে রাখা আছে একজন প্রিয় শিল্পীর সম্মানার্থে।
দেখতে দেখতেই আজ ১২ বছর কেটে গেল। আজকের এই দিনটিতে সবাইকে ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমান বাংলা সংগীতে ক্ষণজন্মা কিংবদন্তি সঞ্জীব চৌধুরী। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ২০০৭ সালের ১৯ নভেম্বর ৪৪ বছর বয়সে তিনি মারা যান। মৃত্যুর একযুগ পরেও এখনো মানুষের মুখে মুখে ঘোরে ফেরে তাঁর গাওয়া গানগুলো।
‘আমি তোমাকেই বলে দেবো’, ‘হৃদয়ের দাবি’, ‘আমাকে অন্ধ করে দিয়েছিলো চাঁদ’, ‘রিকশা’, 'বায়স্কোপ', 'গাড়ি চলে না', আহ ইয়াসমিন' ইত্যাদি গানে তার ব্যতিক্রমী অসংখ্য গান দিয়ে মানুষের হৃদয়ে আজও তিনি বেঁচে আছেন ও যুগযুগ বেঁচে রবেন অত্যন্ত মেধাবী সাংবাদিক,গীতিকবি, সুরকার এবং দলছুট ব্যান্ডের প্রতিষ্ঠাতা গায়ক সঞ্জীব চৌধুরী।
ওপারে ভালো থাকুন প্রিয় শিল্পী.....
https://youtu.be/kCcRQ72dovM
https://youtu.be/XOgZo66gKQA
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২০