আমাদের আবহা’র পাশেই নাজরান অবস্থিত। ৩ ঘন্টার ড্রাইভ। নানা কারনে নাজরান বিখ্যাত হয়ে আছে। শিয়া অধ্যুসিত এ প্রভিন্সটি একসময় ইয়েমেনের অংশ ছিল। গত বছর থেকেই যাব যাব করছিলাম। কিন্তু হয়ে উঠেনি। এ বছর মাদায়েন সালেহ হতে ঘুরে আসার পর সবাই নাজরান যেতে আগ্রহী হয়ে উঠল। মাদায়েন সালেহ বসবাস করত হযরত সালেহ (আঃ) এর সামূদ জাতি, আর নাজরান ও ইয়েমেনের বিশাল এলাকা নিয়ে বাস করত সালেহ (আঃ) এর পূর্বপুরুষ হযরত হূদ(আঃ) এর আ'দ জাতি।
প্রাচীন বাড়ি
এই ভ্রমণের আরেকটি কারন হচ্ছে ৫২৪ সালে খ্রীস্টানদের উপর ইহুদি রাজা ইউসুফের গণহত্যা। গণহত্যার জায়গাটি এখনো সংরক্ষিত আছে এবং এই ঘটনা পবিত্র কোরআনে উল্ল্যেখ আছে।
নাজরানে ইয়েমেনি শাসন আমলের কয়েকটি দূর্গ আছে। সৌদি আরবের সবচেয়ে বড় বাঁধটিও নাজরানে অবস্থিত। আর আছে ‘রুব আল খালি’। পৃথিবী বিখ্যাত empty quarter। এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বালুময় মরুভূমি। কোথাও প্রাণের চিহ্ন নেই। সৌদি আরব, ওমান, আরব আমিরাত ও ইয়েমেনের বিশাল এলাকা নিয়ে এটি অবস্থিত। ধারনা করা এই বিশাল মরুভূমির মাঝেই কোরআনে বর্ণিত ইরাম নগরী ধ্বংসপ্রাপ্ত হয়েছে। ইরাম ছিল আ’দ জাতির রাজধানী এবং এই শহরের কথা একমাত্র পবিত্র কোরআনেই বর্ণনা করা হয়েছে।
তুমি কি দেখো নি তোমার প্রতিপালক কি করেছিলেন আ'দ জাতির সাথে। ইরাম গোত্রের প্রতি যারা সুউচ্চ স্তম্ভের অধিকারী ছিল? যার সমতুল্য অন্য কোন নগরে সৃষ্টি করা হয়নি, এবং সামূদের সাথে? যারা উপত্যকার পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল? (সুরা ফাজরঃ ৬-৯)
সৌদি আরবের দক্ষিণে অবস্থিত নাজরান সুগন্ধি দ্রব্যাদির বাণিজ্যিক পথের জন্য বিখ্যাত ছিল। এখানকার পাহড়ে প্রায় ৯০০০ বছর পুরনো ছবি ও লিপি পাওয়া গেছে। বর্তমানে নাজরান একটি অন্যতম কৃষি এলাকা।
আমরা ২৮ ফেব্রুয়ারি, বৃহঃপতিবার সকালে নাজরান রওনা হলাম। সাঈদ বড় দেখে একটি গাড়ী ভাড়া করেছে। আমাদের গ্রুপে আছে আমি-শাকিলা, সাঈদ-শিমু, মিলন-লিজা, আলিম-সূধা ও দিবা। মাহাইল থেকে সাইফুল ভাইও আমাদের সাথে জয়েন করল। মামুনের যাবার কথা ছিল, কিন্তু শেষ মুহুর্তে মানা করল। মামুন ইতঃমধ্যেই বেশ কয়েকবার মত পাল্টানোর জন্য বিখ্যাত হয়ে গেছে। তার মাথা ও হৃদয় নাকি একসাথে নাজরান যাবার জন্য সায় দেয়নি।
সকালবেলার স্নিগ্ধতাকে সাথে নিয়ে নাজরানের পথে চললাম।