
[কার্টুন: সাদাত, দি ডেইলী স্টার]
এপিএস এর ভুলে-
ভরা হাটে দাদা তোমার নেংটি গেছে খুলে।
দিয়ে থুয়ে খেতে যদি এমন কি আর হতো?
দিব্যি আছে, আরো যারা খাচ্ছে নিয়মিত।
এখন যতই বড়াই কর, যতই দেখাও যুক্তি-
হাটে হাঁড়ি ভেঙ্গে গেছে নেইকো তোমার মুক্তি।
যদি বাঁচতে চাও-
পত্রপাঠ বিদায় নিয়ে দেশটাকেও বাঁচাও।







দ্বিতীয় ছড়া: চোরঞ্জিত তদন্ত পর্ব

[কার্টুন: বিপ্লব, কালের কণ্ঠ]
ঘুষের গন্ধ পেয়ে
বজ্জাত সব ফেসবুকিরা ধরলো আমায় ধেয়ে।
সাংবাদিকরা ম্যানেজ আছে আমারই গীত গায়।
ফেসবুকিরা এত্ত সাহস কেমন করে পায়?
আমায় বলে, "গদি ছাড়ো"! দিলাম আমি ছেড়ে।
জেনে রাখিস ক্লিন হয়ে আসবো আবার ফিরে।
তদন্ত তে আমায় ধরে এমন সাধ্যি কার?
শুঁটকি হাটে আমি হচ্ছি বিড়াল চৌকিদার।







তৃতীয় ছড়া: চোরঞ্জিত ক্লিন পর্ব

[কার্টুন: মেহেদী]
দাঁত কেলিয়ে হেসে
বুক চিতিয়ে ফিরলে তুমি বীর পুরুষের বেশে।
তোমায় যারা চোর বলেছে তারা সবাই গাধা
কোথায় গেল কালো বিড়াল? এখন দেখছি সাদা!
দুদক তোমায় ক্লিন করেছে সমস্যা নেই আর
রেলেও তুমি ফিরবে জানি বিড়াল চৌকিদার।
মিগ, ফ্রিগেট আর পদ্মা সেতু সবাই সুবোধ ছিলো
ভেবে দেখ তোমার বেলায় কেন এমন হলো?
সেসব চোরকে গুরু মানলে অনেক এলেম পাবে
আশা করছি এখন থেকে দিয়ে থুয়ে খাবে।







[রেলের কালো বিড়াল ধরা পড়ার পর চোরঞ্জিত বাবুকে নিয়ে বেশ কিছু কার্টুন আঁকা হয়েছিলো। মনোরম সেই কার্টুনগুলো পত্রিকায় দেখার পর আমি নিজেই তিনটি ছড়া লিখে ফেসবুকে শেয়ার করেছিলাম। তদন্ত পুরোপুরি শেষ না হলেও এখন তিনি নিজেকে 'ক্লিন' দাবী করে আবারো রাজনীতিতে ফেরত আসার ঘোষনা দিয়েছেন। এমন কি প্রধানমন্ত্রী চাইলে পূনরায় রেলমন্ত্রী হবার ইচ্ছাও পোষন করেছেন! রেলে চড়েই উনার এই রাজনীতিতে পূন:প্রবেশ সফল হোক। ]
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১২ বিকাল ৩:৫৯