
দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে রয়েছে বলে দাবী করেছেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী ফারুক খান।



গতকাল (সোমবার) ঢাকায় সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন । বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমানে আন্তর্জাতিক বাজারে চাল, ডাল, গম, ভোজ্যতেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর দাম উর্দ্ধমুখী। এ অবস্থায় পাশ্ববর্তী দেশগুলোর সাথে তুলনা করলে বাংলাদেশে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে









এই সেই ফারুক খান। ১৯৭১ সালে পাকিস্থান থেকে বাঙ্গালী সেনা কর্মকর্তারা যখন পালিয়ে এসে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন তখন ইনি পাকিস্থান সেনাবাহিনীতে যোগ দিয়ে কাকুলে ট্রেনিং করেছেন। আর এখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সেজেছেন।
সূত্র: নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে রয়েছে: দাবী বাণিজ্যমন্ত্রীর
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:১৭