আমি জ্বলছি,
আমি স্বকীয় ভংগীতেই
জ্বলছি।
দাউদাউ করে নয়, নিভুনিভু করেও নয়,
আমি জ্বলছি।
নিঃশেষিত আগুনের ফুলকিদের দোলায়
আমি দুলছি,
উত্তপ্ত মরুর তখতে তাউস
আমি দুলছি।
হ্যা হ্যা হ্যা আমি দুলছি।
সবিতার হোমে আমি পুড়ছি,
ঝুরঝুরে ঝাউবাতির মত
আমি জ্বলছি।
কখনোই একখন্ড বরফ হতে পারিনি
তাই আমি জ্বলছি।
হাতে হাত রেখে সবিতার চোখে
আমি জ্বলছি।
ওর চোখের আগুনের সর্পিল ভাজে ভাজে
যে মুগ্ধতা,
তা দেখেই আমি জ্বলছি।
এভাবে দুলব আরো কটি বছর
এভাবেই জ্বলবো আরো কটি বছর,
হ্যা হ্যা হ্যা
এভাবেই এভাবেই এভাবেই
আমি পুড়িয়ে দেব আমার আমিকে এভাবেই।
হ্যা হ্যা হ্যা এভাবেই।
হ্যা হ্যা এভাবেই, এ ভা বে ই, এ ভা বে ই।