একজন প্রবাসী রাতের আঁধারে কেন কাঁদে জানেন?
যখন প্রিয় বাবা-মা সন্দেহ করে বলেন, "তোর কাছে আরো টাকা আছে"। বর্তমানে ৮৫% বাবা-মা বিবাহিত প্রবাসীদের সন্দেহ করে যে তারা সব টাকা শ্বশুরবাড়িতে দেয়। এই নিয়ে বউয়ের সাথে ঝগড়া আর ঝগড়া। এটা তারা বোঝতে চায় না যে একজন প্রবাসীর কাছে তার বাবা-মা ছাড়া পৃথিবীতে আর কেউ, কখনোই, কোনভাবেই আপন হয় না। নিজের স্ত্রী ও নয়। সেখানে শ্বশুর-শ্বাশুড়ি তো কোন দুরের সূর্যালোক। একজন প্রবাসীর বাড়িতে পাঠানো টাকা নিয়ে ঝগড়ার পর, প্রবাস জীবন হয় তার জন্য নরক যন্ত্রণাসম। আর তখন একজন প্রবাসী বোঝে যে তার জন্য এই পৃথিবীতে বেঁচে থাকা কত কষ্টের। ফলে তাকে রাত জেগে চুপিসারে সহকর্মী বা রুমমেটদের আড়ালে অশ্রু বিসর্জন দিতে হয়। এটা কি কোন প্রবাসীর নিকটাত্মীয়রা বোঝেন?
অনেক প্রবাসীকেই দেখেছি তারা রাতে কাঁদেন। বউকে ফোন দিলে বউ বলে তুমি তো কাপুরুষ! তুমি তোমার পরিবারকে কিছু বলনা। তুমি নিজের স্থানে নিজেকে কঠিনভাবে উপস্থাপন করতে পারো না। তোমার কারণে তোমার ফ্যামিলি মেম্বার আমার পরিবারকে মিথ্যা অপবাদ দেয়।
আবার এমন অনেক বাবা-মা আছেন, যারা তাদের প্রবাসী ছেলেকে বলেন, "তুই বেঈমান, তুই বউ ও শ্বশুর বাড়ির কথায় চলস। আমাদের কথা শুনোস না। "
আর এই যন্ত্রণার মাঝে প্রবাস জীবন যে কত কষ্টের তা লিখে প্রকাশ করার কোন ভাষা আবিস্কৃত হয়নি। অথচ মাস শেষে ৯৫% প্রবাসীই তাদের বেতনের টাকাটা বাবা-মায়ের কাছে পাঠায়। কারণ পৃথিবীতে কোন প্রবাসী সন্তানই পারে না তাদের বাবা-মাকে ভুল বোঝতে। আর এটা যে প্রবাসীর বাবা-মা না বোঝে, সেই প্রবাসীর জীবন হয় পৃথিবীতে মরে বেঁচে থাকা অর্থাৎ কোমায় থাকা।
আর বিবাহিত প্রবাসীর বউ এর সকল কিছুতেই দোষ। সে বাপের বাড়ির আত্মীয়-স্বজনকে বেশী নজর করে, বাপের বাড়ি থাকে বেশী, টাকা খরচ করে বেশী, ফোনে কথা বলে বেশী। কোন কিছু কেনাকাটা করতে গেলে তো আরো একমহাসমুদ্র ঝামেলা। একা একা বাজারে যায়, মার্কেটে যায় ইত্যাদি নিত্যকার র্ভৎসনা। শ্বশুর-শ্বাশুরি, ননদ একচোখ এবং এককান খাড়া করেই রাখে যে বউ কখন কি বলে, কি কাজ করে। সব বউই যে খারাপ না একথা কোন শ্বাশুড়িই বোঝে না।
সব শেষে সকল প্রবাসী ভাইদের বলি বাড়ির চিন্তা করে নিজেকে কষ্ট দিবেন না। আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করুন, দেখবেন মহান আল্লাহ আপনার জন্য ভালো কিছুর ব্যবস্থা করে রেখেছেন। এপারে না পেলে ওপারে পাবেন। বাবা-মায়ের সকল কথা বিশ্বাস করা যেমন প্রয়োজন তেমনি বউয়ের কথাও বিশ্বাস করা প্রয়োজন। হয়ত পারে দু'জনই দুজায়গায় সঠিক আর আপনি আছেন মাইনকা চিপায়। তাই আপনাকে যে কোন ক্ষেত্রেই সঠিক সিদ্ধান্তটি নিতে হবে, সঠিক কথা বলতে হবে। (সকল মা কিংবা বউই কিন্তু ভুল-ত্রুটির উর্ধ্বে নয়)।
(এই লেখার স্কেচটা আমার এক বন্ধু হ্যাং আউটে পাঠায় আমার কাছে, আমি শুধু রং চড়িয়ে উপস্থাপন করলাম, কয়েকটা লাইন বাড়িয়ে, বর্ণনা করে।)
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৩