জোহানেসবার্গ, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দক্ষিণ আফ্রিকার একটি তথ্যপ্রযুক্তি কোম্পানি বুধবার প্রমাণ করে দেখিয়েছে, দেশের শীর্ষস্থানীয় ইন্টারনেট কোম্পানি টেলকমের চেয়ে কবুতরের পায়ে খবর বেঁধে দিলে তা দ্রুত পৌঁছায়।
দক্ষিণ আফ্রিকায় ব্যান্ডউইডথ স্বল্পতার জন্য ইন্টারনেটের গতি খুবই কম। এছাড়া দেশটিতে ইন্টারনেট সেবার খরচও অনেক বেশি।
স্থানীয় সংবাদসংস্থা এসএপিএ এক প্রতিবেদনে জানিয়েছে, 'আনলিমিডেট আইটি' নামের তথ্যপ্রযুক্তি কোম্পানিটি কবুতর নিয়ে পরীক্ষাটি চালায়। পায়ের সঙ্গে বেঁধে দেওয়া একটি তথ্যপূর্ণ একটি কার্ড (ডেটাকার্ড) আনলিমিটেডের কার্যালয় থেকে ৮০ কিলোমিটার দূরের ডারবানে নিয়ে যেতে মাত্র এক ঘণ্টা ৮ মিনিট সময় লেগেছে ১১ মাস বয়সী একটি কবুতর উইনস্টনের। ডাউনলোডসহ ওই তথ্য স্থানান্তরে মোট সময় ব্যয় হয়েছে ২ ঘণ্টা ৬ মিনিট ৫৭ সেকেন্ড। অপরদিকে টেলকমের লাইন ব্যবহার এই সময়ের মধ্যে ওই পরিমাণ তথ্যের মাত্র চার শতাংশ ডাউনলোড করা সম্ভব।
ইন্টারনেটের ধীরগতির কারণে হতাশ হয়ে আনলিমিটেড এই অভিনব কাণ্ডটি করছে বলে সংবাদসংস্থাটি জানিয়েছে। দক্ষিণ আফ্রিকার বিভিন্নস্থানে ১১টি কল সেন্টার রয়েছে কোম্পানিটির এবং তাদের নিয়মিত এক শাখা থেকে অন্য শাখায় তথ্য আদানপ্রদান করতে হয়।
টেলকমের কাছ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।