হাজারো ব্যস্তার মাঝে ব্লগারগণ আজকের দিনটি খেয়াল করেছেন কিনা জানিনা। আজকে একটি বিশেষ আর অদ্ভুত দিন!
আজকের তারিখ, মাস এবং বৎসর সব এক!
অর্থাৎ ০৯.০৯.০৯।
কিন্তু এর বিশেষত্বটা কি?
আমাদের আরো ১০০০ বছর অপেক্ষা করতে হবে এই অংকের একটি তারিখের জন্য!
এছাড়াও ৯ এর সাথে আরো সন্ধি রয়েছে এদিনটির। যেমন-
September - ৯ অক্ষরের!
Wednesday - ৯অক্ষরের!
আজকের দিনটি বছরের ২৫২ তম দিন, মানে ২+৫+২=৯!
০৯.০৯.০৯=(৯+৯+৯)=২৭, ২+৭=৯!
শুভ দিনটি উপভোগ করুন।
শুভ ব্লগিং!