বাংলাদেশের মত একটা ফাটাফাটি দেশের মানুষের আতঙ্ক কিছুটা হলেও কমানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ । হ্যা, অবশ্য প্রথমে আমিও বিরক্ত হয়েছি , এত প্যারা আবার প্যারা ছাপ দিতে দিতে আঙ্গুল পাতলা হয়ে গেছে । লাইনে দাড়িয়ে থাকতে- থাকতে , এবং মিডিয়ার ভয়ংঙ্কর বায়োমেট্রিক বিদ্বেশি আর্টিকেল এবং তার উত্তরে আপনার বক্তব্যে আমি সত্যিই ইম্প্রেসিভ । আমি আপনাকে ভালবেসে ফেলেছি -আপনার এই যুগান্তকারী চিন্তাধারা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে একটি পরিকল্পিত উপায়ে কাজটি সম্পন্ন করার জন্য আপনাকে আমার পক্ষথেকে একরাস মিস্টি সাদা গোলাপের শুভেচ্ছা (সামনে পেলে বলিউড স্টাইলে হাটুগেরে বসে আপনাকে ফুল দিতাম )
যে কারনে বায়োমেট্রিক টি যুগান্তকারী পদক্ষেপ --
1... আমাকে অজ্ঞাত নাম্বার থেকে হুমকি দেয়া হবে( যদি হয়)
তবে , কল কন্ট্রোল সিস্টেমে তার ডাটা সার্চ করে চৌদ্দ গোষ্টির নাম বেরিয়ে যাবে যা দেখে আমার আনন্দে নাচতে ইচ্ছা করবে ।
2... ক্রাইম: আমি যতই চালাক হই না কেন , যেহেতু , সিম চালাতে হলে কারো আইডি কার্ড চুরি করেও আমি সিমটি রেজিস্ট্রেসন করতে পারছিনা আঙুলের ছাপ ছাড়া তাই উক্ত আইডি কার্ড টি ক্রাইমার এর নিজের না হলেও তার সাথে সম্পর্কিত কারো আইড কার্ড দিয়েই সিম রেজিস্টেশন করতে হবে , যার ফলে তাকে ইনভেসটিগেট করা সহজ হবে ।
3.তুমি যেন আঠারো বছরের আগেই পাখনা হইয়া বিভিন্ন প্রজাতির সিম নিয়া ইটিং পিটিং না করতে পারো তাই এবার থেকে সিম কেনার আগে বাবার কাছে বা আঙ্কেলের কাছে জানাইতেই হবে , তুমি বাবা এইস এস সির পরেই না হয় কিনলা ।
4.পরিসংখ্যান- সিম বা টেলিযোগাযোগ এর বাজেট , বা পরিসংখ্যান (গ্রাহকের) করা এখন আরো সহজ হয়ে গেল , ফলে আয় ব্যায়, নেটওয়ার্ক এর পরিসীমা যে কোন কিছু পরিকল্পনার ব্যাপার সহজ হয়ে গেল ।
5. কি আপনার মন ভরে নাই তাইত?
এইবার ভরবে !!
মনে করুন আপনার ওয়াইফ বা বোন বা উনিকে অপরিচিত সিম থেকে ডিস্টার্ব করছে , আপনি কল সেন্টারে বা কোন আইনি সহায়তা নিয়েও কিছু করতে পারলেন না । আবার ডিস্ট্রার্ব কারি সিমটিও এখন বন্ধ যার কোন রেজিস্ট্রেসন ই নাই --- সিমটি বন্ধ বিধায় আপনার জিপিএস বা ট্রাকার ও কোন কাজে লাগছেনা । এবার থেকে আরর কোন টেনশন নাই । সিমটি বন্ধ হোক বা খোলা হোক তার সকল পরিচয় এখন আমারা সহজে পেয়ে যাচ্ছি
..........
এত সুইট সুইট সুবিধার জন্য আমি আপনাকে সত্যি অনেক ভালবেসে ফেলেছি -আই লাভ ইউ, মিস তারানা হালিম (আমার ভালবাসাকে অন্য দিক নিবেননা । )))
বিশেষ দ্র:::: বন্ধু বা অপরিচিত বা স্বল্প পরিচিত কাউকে নিজের আইডি কার্ড ও আঙুলের ছাপ দিয়ে বায়োমেট্রিক সিম রেজিস্ট্রেশন করতে সহায়তা করার থেকে বিরত থাকুন ।এটি আপনার ক্ষতির করন হতে পারে। মানুষ এর সাথে সম্পর্ক সবসময় এক থাকেনা । আর মানুষ ও একরকম থাকেনা । কার ভিতর কখন কি অপরাধ প্রবনতা কাজ করবে বলা যায় না ।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৯