কিছু কিছু লোক আছে যারা মনে করে বাংলাদেশ আর পাকিস্তান চিরশত্রু। সেটা হোক রাজনীতিতে বা অন্য যেকোন ক্ষেত্রে। যারা এমন কথা বলে আমার লেখাটা তাদের উদ্দেশে।
আমার কথাটা ক্রিকেটকে নিয়ে। এখানে বাংলাদেশ এবং পাকিস্তান দুই দলই অংশগ্রহন করে। বাঙালি হিসেবে আমাদের প্রথম পছন্দ অবশ্যই বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় দল হিসেবে আমরা একেক জন একেক দলকে পছন্দ করি। বাংলাদেশের মানুষের মধ্যে বেশীরভাগ পছন্দ করে হয় ভারত বা পাকিস্তান ক্রিকেট দলকে।
কিন্তু কিছু অতি দেশপ্রেমিক প্রকৃতির লোকের সমস্যা এখানেই। ভারতকে সাপোর্ট করলে তাদের কোন সমস্যা নেই। যত সমস্যা এই পাকিস্তানকে সাপোর্ট করলেই। এখানে তাদের ৭১ এর কথা মনে পরে যায়!
কিন্তু আমরা একটা ক্রিকেট খেলুড়ে দেশ। আর ক্রিকেট বিশ্বকাপ এর মূল স্লোগান হচ্ছে "জিতবে এবার জিতবে ক্রিকেট"। যেখানে এই একটি খেলার মাধ্যমে পৃথিবীর সমগ্র জাতি আমাদের চিনল। অথচ আমরা এর মূল স্লোগানটাই শিখতে পারলাম না! আমরা এই সুন্দর একটা খেলাকে রাজনীতির সাথে জড়িয়ে কেমন একটা বেপার তৈরি করে ফেলি।
পাকিস্তান ৭১ সালে আমাদের সাথে অন্যায় করছিল। সেজন্য তাদের শাস্তি প্রাপ্যও থাকতে পারে। কিন্তু ক্রিকেটটাকে কি এইসব বেপার থেকে আলাদা করে দেখা যায় না? আমরা কি ক্রিকেটকে আর একটু সম্মান করতে শিখতে পারিনা?
তাই আসুন আমরা ক্রিকেটকে সম্মান করতে শিখি। আর একটু উদার হতে শিখি। ক্রিকেটটাকে জাতি, ধর্ম ও বর্ণ সবকিছুর উর্ধে রাখি। সবাই মিলে গাই ক্রিকেটের জয়গান। "জিতবেই এবার জিতবে ক্রিকেট।"