অগণন স্রোতে ভেসে যাচ্ছে কাল-ঘড়ি
নিঃশ্বাসের ছন্দময় ফ্লাকচুয়েশন আর,
শূন্যে উল্কাপতনের অশ্রুত শব্দে চমকে উঠি
কোন মহাজাগতিক পৃথিবী ধেয়ে আসছে
আমার ভিতর
শব্দ খেলা করছে যত সংঘর্ষে।
এতটুকু অস্ফুট স্বরও ভীতিপ্রদায়ক
দু'পায়ে ভর করে আছে তাবৎ ঘাত-প্রতিঘাত
এর থেকে আমার নদী হওয়াই ভালো ছিলো
যে নিজ কলতানেই সদামগ্ন;
বাহ্য-সঙ্গীতের অনাগ্রহে যে স্বার্থপর!
আমাকে লিখতে বলা হলো মানুষের ইতিবৃত্ত
আমি লিখি পরিসংখ্যান!
আমার কাছে নিঃশেষ আজ আমার প্রয়োজন
যেখানে মানুষ বুঝেনা পাখিদের গান!