মানুষ বৈচিত্র
প্রতিটি দিনও শতবর্ষ ধারণ করে,
অগুনতি সূত্রের বাইরে; নিপাতনে।
বহতা সময় ও থেমে যায়,
কারো জন্য, কারো কাছে।
জৈবিক শরীরও দরবিগলিত হয়ে ভেসে যায়,
তুমুল দুঃসহ যন্ত্রণার দিকে।
নিজের অস্তিত্ব বুঝতে পারাও বাকী থাকে;
সময়ের নির্বিকার আবর্তে।
কত সুখস্মৃতিও মুছে যায় ধীরে,
জারুলের বনে ঝড়ে পড়া
বাতাসতাড়িত বেগুণীর মত।
কারো কারো ক্যালেন্ডারে বসন্ত আসে না,
শীতের সর্বগ্রাসী রুক্ষতাই
ঝুলে থাকে আজীবন।
আজন্ম ফেরারী চাঁদও
অনেককে... বাকিটুকু পড়ুন