কেউ কেউ বলেন, বেদনার রঙ নীল। সেটা শুনে আবার একজন প্রশ্ন করেন, তবে আকাশের রঙ নীল কেন? আকাশের কি অনেক দুঃখ? এই প্রশ্নের উত্তর কে দেবে? এই যে অঝোর ধারায় বৃষ্টি ঝরে আকাশ থেকে; এ কি সেই দুঃখের বহিঃপ্রকাশ? তবে তো এই কান্নার রঙও নীল_ নীল বৃষ্টি। আর এই বৃষ্টি আসার আগমুহূর্তে যখন নীল আকাশের ভেলায় উড়ে বেড়ায় মেঘগুলো তখন কার না মন নেচে ওঠে? কার আবার_ বর্ষারানীর! বর্ষারানী যখন তার নীল পেখমগুলো মেলে দেয়, মনে হয় যেন বৃষ্টির তালে তালে নাচছে তার মনও। আর তার আনন্দে নাচছে এই ধরণীও।
এই ধরণী যেন নীলের পূজারি। নীল আকাশের নিচেই অসীম নীল সমুদ্র। সেদিন সমুদ্রে সূর্যাস্ত দেখতে যাওয়া নীল আর নীলাঞ্জনার কাছে সে এক স্বপ্নের চেয়ে কম কিছু নয়। তার পরনে নীল জামদানি, হাতে একগোছা নীল রেশমি চুড়ি আর কপালে নীল টিপ। তার সঙ্গে মিলিয়েই যেন নীলের গায়ে নীল পাঞ্জাবি। দু'জন হাত ধরে যখন দেখছিল নীল জলরাশির মাঝে ডুবে যাচ্ছে রক্তিম সূর্যটা; ঠিক তখন নীলাঞ্জনার কানে কেউ বলল, 'ভালোবাসি'। আর ঠিক তখন ওর চোখ দিয়ে কয়েক ফোঁটা অশ্রু নীল
আঁচল গড়িয়ে স্পর্শ করল সমুদ্রকে। ও বুঝল_ এ তো সত্যি!
নীলাঞ্জনা যখন ছোট্ট ছিল তখন সে একটি পুতুল নিয়ে খেলত। পুতুলটির চোখ দুটো ছিল গাঢ় নীল বর্ণের। নিজের নামের সঙ্গে মিলিয়ে পুতুলটির নাম রেখেছিল সে নীলা। তবে সেই পুতুলটি এখন আর নেই। হারিয়ে গেছে কোথায় যেন। ছোটবেলায় সে আর নীলা বৃষ্টির দিনে কাগজের নৌকা বানিয়ে খেলত। আজ নীলা নেই; নেই সেই কাগজের নৌকাগুলোও। নীলাঞ্জনা অবশ্য আজকাল আর পুরনো কথাগুলো বেশি মনে করে না। এখন তার খেলার সঙ্গী শুধুই নীল। তার সঙ্গেই সব গল্প-আবদার-খুনসুটি। ওদের বন্ধুত্ব ক্যাম্পাসে ব্লু জিন্সের সূত্র ধরে। নীল আর ওর বন্ধুরা আড্ডার ছলে গুনছিল ক্যাম্পাসে ক'টা মেয়ে জিন্স পরেছে। গুনতে গুনতে নীলের চোখ আটকে যায় নীলাঞ্জনার পায়ে। ব্লু জিন্স শুধু নয়, মেয়েটির পায়ে ছিল এক জোড়া নূপুর। কী যে সুন্দর লাগছিল! আজও ভেবে মুগ্ধ হয় নীল। নীলাঞ্জনা আর নীলের সেদিন শুধু চোখাচোখি হয়েছিল। এরপর আস্তে আস্তে বন্ধুত্ব, হয়তো তার চেয়েও বেশি কিছু। ওদের জীবনের অনেক কিছুর সঙ্গেই নীল রঙটি জড়িত। নাম থেকে শুরু করে নীল কাগজে লেখা প্রথম চিঠি। আর আজ দু'জন এই নীল সমুদ্রে দাঁড়িয়ে হাত ধরে চাঁদের নীল আলোয় যেন ছুঁয়ে যাবে নীল দিগন্তকে, হারিয়ে যাবে অজানায়।
কথা শুরু হয় বেদনা দিয়ে। নীল আকাশের নীল বেদনা। কিন্তু নীল তো শুধু বেদনার রঙ নয়। আকাশ-বৃষ্টি-সমুদ্র-অপরাজিতা-ভালোবাসা-নীল-নীলাঞ্জনা_ সবকিছুই তো নীল। বেদনার সম্পর্ক তো বন্ধুর সঙ্গেই। বন্ধুই পারে কষ্ট দিতে। তবে হয়তো বন্ধুত্বের রংও নীল। আবার তা থেকে জন্ম ভালোবাসার_ সেও নীল। ভালোবাসা আর বন্ধুত্ব ছাড়া তো জীবন অসম্পূর্ণ। তবে কি জীবনের রঙই নীল...
-সংগ্রহ