somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

 ভয়ংকর চিকিৎসা!

০৭ ই জুন, ২০১১ বিকাল ৩:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাতিলে টগবগ করে ফুটছিল পানি। সেই গরম পানির মধ্যে কবিরাজ জোর করে চেপে ধরেন মেয়েটির (২৩) মুখ। এরপর পাতিলসহ মাথার ওপর দেওয়া হয় কাঁথাচাপা। তীব্র যন্ত্রণায় মেয়েটি চিৎকার করলেও কবিরাজ তাঁকে ছাড়ছিলেন না।
একপর্যায়ে গ্রামবাসী এসে মেয়েটিকে উদ্ধার করে। ততক্ষণে ভয়াবহভাবে ঝলসে যায় মেয়েটির মুখ। অবস্থা বেগতিক দেখ সটকে পড়েন কবিরাজ ইসমাইল মোল্লা (৬৫)। পেটের ব্যথা উপশমের নামে ভয়ংকর এ অপচিকিৎসা দেওয়ার ঘটনাটি ঘটেছে গত ৩১ মে পাবনার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের হাসানপুর গ্রামে। ওই দিন থেকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছেন মেয়েটি।
এ ঘটনায় মেয়েটির দাদা বাদী হয়ে কবিরাজ ইসমাইল মোল্লাকে আসামি করে ১ জুন সাঁথিয়া থানায় ভুল চিকিৎসার মাধ্যমে হত্যাচেষ্টার মামলা করেছেন। তবে গতকাল সোমবার পর্যন্ত পুলিশ ইসমাইলকে গ্রেপ্তার করতে পারেনি।
মেয়েটি ও তাঁর মায়ের সঙ্গে কথা বলে জানা যায়, বছর পাঁচেক আগে মেয়েটির বিয়ে হয়। কিন্তু পরে স্বামী তাঁকে ছেড়ে অন্যত্র বিয়ে করেন। দুই বছর ধরে মেয়েটি ক্ষেতুপাড়ার মাঝডাঙা গ্রামে বাবা-মায়ের সঙ্গে আছেন। মেয়েটির বাবা দিনমজুর। ঘটনার সপ্তাহ দুয়েক আগে থেকে মেয়েটি তীব্র পেটের ব্যথায় ভুগছিলেন। ব্যথা উপশম না হওয়ায় এক ফুফুর সহায়তায় মেয়েটি হাসানপুর গ্রামের কবিরাজ ইসমাইল মোল্লার শরণাপন্ন হন। কবিরাজ মেয়েটিকে দেখে জানান, শত্রুতা করে কেউ তাঁকে ‘গাছ’ খাইয়ে দিয়েছে। চিকিৎসার মাধ্যমে ওই গাছ বের করা না হলে কখনোই তাঁর পেটের ব্যথা সারবে না। এ জন্য কবিরাজ মেয়েটির পরিবারের কাছে এক হাজার টাকা দাবি করেন। মেয়েটির বাবা-মা ধারদেনা করে ওই টাকা জোগাড় করে গত ৩০ মে তাঁকে হাসানপুর গ্রামে ফুফুর বাড়িতে চিকিৎসার জন্য পাঠান। পরদিন সকাল সাতটার দিকে কবিরাজ ইসমাইল ফুফুর বাড়িতে এসে একটি পাতিলে টগবগ করে পানি ফোটাতে বলেন। পানি ফোটানো হলে তিনি ফুটন্ত পানিতে মেয়েটির মুখ চেপে ধরেন।
গত রোববার সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নারী ওয়ার্ডে গিয়ে দেখা যায়, মুখে দগদগে ঘা নিয়ে মেয়েটি একটি শয্যায় যন্ত্রণায় কাতরাচ্ছেন। কাতরাতে কাতরাতে তিনি বলেন, ‘কোবর্যাজ কইছিল গরম পানির ভাপ নাক-মুখ দিয়্যা প্যাটে গেলি প্যাট ব্যথা ভালো হয়া যাবি। কোবর্যাজ আমাক গরম পানির ভিতর ঠাইস্যা ধরার পর আমি কত চিক্কুর দিছি। কিন্তু আমাক ছাড়ে নাই। একসময় আমি অজ্ঞান হয়া পড়ি।’
মেয়েটির মা বলেন, ‘ওরা ওই দিনই মেয়েকে ভ্যানে তুইল্যা আমার বাড়ি পাঠায়া দেয়। ও যহন বাড়িত আসে তহন ওর জ্ঞান নাই। সারা মুখে বড় বড় ফোসকা। পরদিন (১ জুন) ফোসকা আরও বড় হয়া মুখ কদাকার হয়া যায়। শ্যাষে মেয়ে ব্যথায় চিক্কুর পারা শুরু করলি গিরামের লোকজনের সাহায্য নিয়্যা ওই দিনই হাসপাতালে নিয়্যা আসি।’
সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোজাফ্ফর হোসেন বলেন, ‘মেয়েটিকে যখন হাসপাতালে ভর্তি করা হয়, তখন মুখের অবস্থা এতই বীভৎস ছিল যে, চোখ বাঁচানো যাবে কি না সংশয় ছিল। তবে আমরা তাঁর জন্য চেষ্টা করেছি। এখন তিনি শঙ্কামুক্ত ও ধীরে ধীরে সেরে উঠছেন। তবে তাঁর চেহারা কিছুটা বিকৃত হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা মনসুরুল ইসলাম বলেন, ‘মেয়েটি হতদরিদ্র বলে আমরা হাসপাতালের দরিদ্র তহবিল থেকে যতদূর পারছি দিচ্ছি। এ ছাড়া বিনা খরচে তাঁর চিকিৎসা চলছে।’
মাঝডাঙা গ্রামবাসী বলেন, দীর্ঘদিন ধরেই কবিরাজ ইসমাইল মোল্লা টাকার বিনিমিয়ে এমন অপচিকিৎসা করছিলেন। ঘটনার পর থেকে তিনি পলাতক।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বজলুর রশিদ বলেন, ‘কবিরাজ ইসমাইল মোল্লাকে ধরতে জোর প্রচেষ্টা চলছে।’ "প্রথম আলো "
এই রকম জগন্য অপরাদের কি শাস্তি হওয়া উচিত।
১০টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা সৌদি আরবের সাথে ঈদ করেছে আল্লাহ তাদেরকে জাহান্নামে দগ্ধ করবেন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০১ লা এপ্রিল, ২০২৫ ভোর ৪:৪৬



সূরাঃ ৪ নিসা, আয়াত নং ১১৫ এর অনুবাদ-
১১৫। কারো নিকট সৎপথ প্রকাশ হওয়ার পর সে যদি রাসুলের বিরুদ্ধাচরণ করে এবং মু’মিনদের পথ ব্যতিত অন্যপথ অনুসরন করে, তবে সে... ...বাকিটুকু পড়ুন

ভারতে মুসলিমরা কি আসলেই নির্যাতিত?

লিখেছেন ...নিপুণ কথন..., ০১ লা এপ্রিল, ২০২৫ ভোর ৫:৪৩

গুজব রটানো কত সহজ দেখেন! ফেসবুক থেকে নেয়া একসাথে সংযুক্ত এই ৩টি ভিডিও দেখলেই পরিষ্কার হয়ে যাবে কীভাবে গুজব রটিয়ে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো হয়। এই ভিডিওতে দেখা যাচ্ছে যা, তা... ...বাকিটুকু পড়ুন

আসলেই কি নির্বাচন হবে?

লিখেছেন আবদুর রব শরীফ, ০১ লা এপ্রিল, ২০২৫ সকাল ১০:২৩

আপনারা যদি নির্বাচনের পর সংস্কার সত্যি করতে পারবেন তাহলে ৫৩ বছর পারেননি কেনো?

- উপদেষ্টা রিজওয়ানা হাসান

এই যে কয়েকদিনের মধ্যে এই কথাগুলো উঠছে এর মানে হলো আপাতত নির্বাচন হচ্ছে না ভাই।... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মডেল মসজিদ প্রকল্প: ভণ্ডামির আরেক নমুনা

লিখেছেন নতুন নকিব, ০১ লা এপ্রিল, ২০২৫ সকাল ১১:৫৪

শেখ হাসিনার মডেল মসজিদ প্রকল্প: ভণ্ডামির আরেক নমুনা

রংপুর জেলা প্রশাসক অফিসের সামনে তৈরী মডেল মসজিদের ছবিটি উইকি থেকে নেওয়া।

বাংলাদেশে ইসলামের নামে নানা প্রকল্প বাস্তবায়ন হলেও বাস্তবে তার অনেকগুলোই... ...বাকিটুকু পড়ুন

AI-এর লগে গ্যাঁজাইলাম =p~

লিখেছেন জটিল ভাই, ০১ লা এপ্রিল, ২০২৫ বিকাল ৪:১২

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(স্ক্রিনসট)

সামহোয়্যার ইন ব্লগ... ...বাকিটুকু পড়ুন

×