'রোজা আছেন কি না'?
এইটা কোন প্রাপ্ত বয়স্ক মুসলমানের প্রশ্নই হতে পারে না!! সেখানে আপনি একজন নারীকে প্রশ্নটা কিভাবে করবেন? আর এ প্রশ্ন করার মধ্যে আপনার উদ্দেশ্যটাই বা কি?
.
অনেকেই অজ্ঞানতাবশত এমন প্রশ্ন করে। সেটা ভিন্ন দিক। যদি কথায় কথায় প্রশ্নটা চলে আসে। কিংবা আপনি আগে পরে কিছু না ভেবে প্রশ্নটা যদি করেন!! কিন্তু অধিকাংশই নিজের ভেতরের দানব কামুকতাটাকে আশ্রয় দেয়ার জন্যেই এমন বিব্রতকর প্রশ্ন করে!!
.
যেখানে পিরিয়ড চলাকালীন আল্লাহ তাদের রোজা থাকতে নিষেধ করেছে (কাযা করতে বলেছে)! সেখানে আপনি কে? যে তাদের রোজার হিসাব চাচ্ছেন?
.
আর এতই যদি আপনার জানার ইচ্ছে থাকে! তারা রোজা রাখছে কিনা!? কি জন্যে রাখে নাই!!? তাহলে আপনার পরিবারের মহিলাদেরকেই রমজানে প্রতিদিন এমন প্রশ্ন করুন! আর এর উত্তর কি আসে আমাকে জানান!!
.
আমি নিশ্চিত! তারা যদি জ্ঞানী হয় তাহলে তারা প্রশ্নটার উত্তর এভাবেই দিবে যে, 'আমরা যে কারনে রোজা রাখি না, সেটা যদি না থাকতো তাহলে তুমি এই পৃথিবীতেই আসতে পারতে না!! এই জিনিষটার জন্যেই তুমি পৃথিবীতে আসছ'!!
.
সুতরাং রমজানে নারীদের এমন প্রশ্ন করে বিব্রত করে, নিজেকে মস্তিষ্কবিকৃত মানুষ কিংবা পুংলিঙ্গযুক্ত পশুদের মধ্যে গণ্য করবেন না!! এটা আমার রিকুয়েস্ট... 'ধন্যবাদ '....!!
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৭ রাত ১২:৪৫