বটতলার বাজে উপন্যাস গুলা পড়ে পড়েই আমাদের দেশের মেয়েদের আজকে এই অবস্থা!! কোত্থেকে যে এদের এত্ত আবেগ আসে আমি সেটাই বুঝি না।।
এরা দুনিয়ার সব কাল্পনিক প্রেমের গল্পগুজব গুলা পড়বে আর দিন শেষে একটা হতাশার স্টাটাস দিবে...
যাদের বয়ফেন্ড আছে তাদের ও এক অবস্থা! তার বয়ফেন্ড তাকে এভাবে ভালোবাসতেছে না কেনো! ওই উপন্যাস, সিরিয়ালের নায়কের মত রোমান্টিক হচ্ছে না কেনো! তারা সব সময় ই এইসব তুলনা করতে ব্যস্ত।।
আর প্রেমিক বেচারা এইসব সামাল দিতে না পেরে হয় ব্যাকআপ করতেছে, না হলে ওই উপন্যাস, সিরিয়ালের নায়কদের কে অনুকরণ করেই চলছে....
আর যাদের বয়ফেন্ড নেই তাদের কথা আর কি বলব? তাদের পোস্ট গুলা দেখলে আমার বার বার নিহত হইতে মনচায়!! (সবার না)
- আজ এই ডে! আমাকে কেউ এইটা দিলো না!
- আজ এই ডে! আমাকে কেউ এটা করল না!
- আজ এই ডে! আমাকে কেউ *** করল না!
উফস... কিছু আর বললাম না!!
আমি জানি জন্মগত ভাবে মেয়েদের আবেগ জিনিষটা একটু বেশীই থাকে! কিন্তু তাই বলে....!!
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৫