এই চেইন গুলা দেখুন! বানাইতে গেলে ৭ হাজার টাকার উপরে লাগবে। আমি শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্যে এগুলা দিচ্ছি, মাত্র ৫০ টাকা, ৫০ টাকা...!
.
কি কয় ৫০ টাকা!! মাথাটা উপরে তুলতেই দেখি একজন ভদ্রলোক অনেকগুলা সোনালী কালারের চেইন হাতে নিয়ে ৫০ টাকা ৫০ টাকা বলে আওয়াজ তুলতেছে!..
.
গাড়ী চলছে....
একটু পরেই দেখি, আমার পাশের সিটের মহিলাটা লোকটাকে বলবঃ -এই যে ভাই! এই চেইন গুলার রঙ কত দিন থাকবে? লোকটা তখন একটা চেইন কয়েকবার সিটের সাথে ঘষা দিয়ে বললঃ
-এই দেখুন! রঙ উঠছে? আগামি ৫ বছরে ও এর রঙের কিচ্ছু হবে না। যদি রঙ উঠে তাহলে আপনাকে এর ৩ গুণ দাম ফেরত দেওয়া হবে।।
.
মহিলাটা তখন আগে পরে কিচ্ছু না ভেবে বললঃ
-আচ্ছা, তাহলে আমাকে ৩ টা দিন! কথাটা শুনে আমি তার দিকে হা করে তাকিয়ে বললামঃ - তিনটা??
উনি তখন বললেন যে উনার ৩টা মেয়ে আছে....
আমি তখন তার দিকে তাকিয়ে শুধুই একটা হাসি দিলাম।
.
যাইহোক, ঘটনা এখানেই শেষ!!
লোকটা মনে হয় ১২-১৫ টা চেইন বিক্রি করে গাড়ী থেকে নেমে গেলো!! আর আমি বসে বসে আপসোস খাচ্ছি..! আহা... আমার কেউই নেই চেইন দেওয়ার মত। থাকলে ত কোম্পানির প্রচারের এই সুবিধাটা আমি ও ভোগ করতাম!!