'গরীবের মেয়ের বিয়েতে ভিডিও করলে ও দোষ। আর জোরে সাউন্ড বক্স বাজানো তো রিতিমত অন্নপাপ ই!!
গরীবের মেয়ে ভালো করে একটু সাজুগজু করলে ও দোষ। আর ভালো একটা ড্রেস পড়ে রাস্তায় বের হলে তো কথায় নেই...!" কেউ কেউ তো মন্তব্য করেই বসেঃ
ওই দেখো, অমুকের মেয়ে-
"ঘরে নাই নুন, মাইয়ায় রাস্তায় করে ঘুরঘুর"!
.
অথচ এই মানুষ গুলাই ধনীর মেয়ের বিয়েতে, ভাড়া করে আনা সুন্দরী রমনীদের বেবিডোল নৃত্য দেখতে যায়। শুধু দেখেই তারা শান্ত হয় না, কেউ কেউ তো রিতিমতো কথিত নৃত্য শুরুই করে দে...
আস্তে আস্তে একটা সময় সেই বিয়ে বাড়ী রুপান্তরীত হয় লিটনের প্লাটে! তখন এই সমাজ নিরব দর্শকের মত চুপই থাকে!!
.
আর কোন ধনীলোক যদি এই সব না ও করে, তখন তাকে এই সমাজের ই কেউ কেউ প্রশ্ন করে..
-কি ব্যাপার? আপনার তো অনেক টাকা পয়সা! তা আপনার মেয়ের বিয়েতে শুনলাম কোনো শিল্পি- টিল্পি আনছেন না.! কেনো??
আর গরীবের মেয়ের বিয়েতে কেউ এইটা ও জিজ্ঞাস করে না যে- ভাই, শুনলাম মেয়ের বিয়ে দিচ্ছেন। তা টাকা পয়সার কি কোন ব্যবস্থা হলো??.... আহ...
এই একটা প্রশ্ন করলে ওতো লোকটা সাহস পায়!! নাহ.. তা করবে কেনো? যদি নিজের পকেট থেকে কিছু দেওয়া লাগে!!
.
গরীবের মেয়ে প্রেম করলে হয় কলঙ্কিনী! আর ধনীর মেয়ে করলে হয় আধুনিকতা!! গরীবের মেয়ে হারিয়ে গেলে, বলে পালিয়ে গেছে। আর ধনীর মেয়ে পালিয়ে গেলে ও বলে হারিয়ে গেছে..!!
.
আহ...
এইটা আমার বা*লের সমাজ। এই সমাজরে দিনে দুইবার টুট টুট করলে কি এমন হয়!?
যেখানে এখনো ধনী-গরীবের মোধ্যে রয়ে গেছে আকাশ পাতাল ফারাক!! আমাদের সমাজ ব্যবস্থায়, ধনী গরীবের ব্যবধানটা এখনো বড়ই নিষ্ঠুর।
.
.
[বিষয়টা অনেকদিন ধরেই খেয়াল করতেছি, তাই ই লিখলাম! মনের জ্বালা মিটাইতে..! লিখাটা কারো গায়ে লাগলে তা একান্তই তার ব্যক্তিগত, এই ব্যপারে লিখক কোনো ভাবেই দায়ী নয়!!]