ছোটবেলায় আমরা সবাই ই কম বেশী "মিথ্যেবাদী রাখাল আর বাঘের" গল্পোটা পড়েছি.....
.
আমার কেনো জানি মনে হচ্ছে, আজকের জঙ্গি হামলার ঘটনার সাথে সেই গল্পের কাহিনী পুরোপুরি মিল!! রাখাল (পুলিশ) প্রতিদিন বলত বাঘ (জঙ্গি) আসতেছে, বাঘ আসতেছে আর আমরা সাধারণ জনগণ সেটা বিশ্বাস করতাম! পুলিশ প্রতিদিনই বন্দুক যদ্ধু করত, আর আমরা সেটা ও বিশ্বাস করতাম, ভাবতাম সত্যিই হয়ত জঙ্গিদের সাথে পুলিশ বন্দুক যুদ্ধ করতেছে..!
প্রতিদিনই জঙ্গি মরত, আমরা সেটা ও বিশ্বাস করতাম, ভাবতাম এরা আসলেই জঙ্গি হয়ত!!
.
কিন্তু.....
"আজ যখন সত্যি সত্যি জঙ্গি হামলা হলো তখন আমরা ব্যর্থ। আজ কোন জঙ্গি মরে নাই! আজ আর কোন জঙ্গি (বাঘ) ও মরে নাই, আজ মরেছে পুলিশ (রাখাল)!
এই রাখালকে বাঁচানোর জন্যে আজ আর কেউই ছিলো না।।
মিথ্যা বন্দুকযুদ্ধ খেলা খেলতে খেলতে সত্যিকার বন্দুকযুদ্ধ ঘটেই গেল।
জঙ্গি মেরেছি,, জঙ্গি মেরেছি বলতে বলতে আজ সত্যি সত্যি জঙ্গিই চলে এলো!!
.
এটা ঠিক কেমন ঘটনা জানেন? তাহলে বলছি শুনুনঃ
"এক ভদ্র লোক সাঁকো দিয়ে এক বড় খাল পার হচ্ছে, সে কিন্তু ভালোভাবে সাঁতার জানতো নাহ। তো সে কেঁপে কেঁপে মাঝ নদী পর্যান্ত যাওয়ার পর দেখলো, তার বিপরীত পাশ থেকে এক পাগল আসতেছে! সেতো এটা দেখেই খুব ভয়ে পড়ে গেল। একে ত সাঁতার জানে না, তার উপ্রে আবার সামনে থেকে এক পাগল ও আসতেছে! তো পাগল তার কাছাকাছি আসার পর সে পাগলকে বল্লোঃ "ভাই আমাকে ফালাইছ নাহ, আমি সাঁতার জানি নাহ্! পাগল ত এটা শুনেই আনন্দে নেচে উঠে বল্লোঃ "ভালো কথা মনে করিয়েছিস তো মনু! আমার ত মনেই ছিলো না""!
.
অতঃপর ঘটনা যা হওয়ার তাই ঘটে গেল...
বর্তমানে আমাদের ও অবস্থা প্রায় সেম!!
জঙ্গি মারতেছি, জঙ্গি মারতেছি বলে আমরা নিজেরাই জঙ্গিদের ডেকে নিয়ে আসছি... নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনলাম!
.
অবস্থা এখন যাইহোক, সরকারকে উদ্দেশ্য করে কিছু কথা বলতেছি.....
"আপনি যদি এখনো মনে করেন যে, এটা রাজনৈতিক হামলা, বিম্পি-জামাত এটা করেছে তাহলে অবশ্যই ভুল ভাববেন। এটা সম্পূর্ণ বহিবিশ্বের থাকে আশা হামলা। প্লিজ..জাতিয় নিরাপত্তার ক্ষেত্রে আপনারা আর এটা নিয়ে রাজনীতি করবেন নাহ।
দেশের মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে এই কঠিন অবস্থা মোকাবেলা করার চেষ্টায় থাকুন. .... আল্লাহ নিশ্চয় আমাদের সাহায্য করবেন, হেফাজত করবেন!!
ও..আল্লাহ! আমাদের দেশটাকে, দেশের মানুষ এদের হাত থেকে রক্ষা করো!!
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৬ সকাল ১১:১৫