-চুধুরী সাহেপ, আমি গরিব হইবার পারি কিন্তু ছুটলোক নই,, আমি আপনার মেয়েকে "কিরণমালা, পাখি, খলিফা ড্রেস" কিনে দিতে পারবো না জানি! তবে মাঝে মোধ্যে "কিরণমালা, পাখি" মেহেদি ঠিকই কিনে দিব!! [ইমোশনাল হয়ে]
-মু হা হা হা.... কিরণমালা, পাখি মেহেদি? আরে সেতো আমাদের বাড়ির কাজের লোকে ও লাগায়!!
-চুধুরী সাহেপ, আমি পারতাম আজ আপনার মুখের উপর কথা বলতে, পারতাম "চুইটিকে" নিয়ে পালিয়ে যেতে! কিন্তু আমি তা করবো না। একদিন এই দেখেন (একটা কিরণমালা মেহেদি দেখিয়ে) এই মেহেদিটাই পরিয়ে আপনার সামনে দিয়েই আমি চুইটিকে নিয়ে যাবো তখন আপনি চুদ্দজন গুন্ডা লাগিয়ে ও আমার কিচ্ছু করতে পারবেন না।
.
-চুপ কর বেয়াদব! এই ব্রিফকেসে ৫টা কিরণমালা আর ৫টা পাখি ড্রেস আছে এটা নিয়ে দুর হয়ে যা, আমার মেয়ের জীবন থেকে।
.
"অতঃপর আক্কাস ব্রিফকেসটা নিয়ে চুপচাপ পেছনের রাস্তা ধরে হাটা দেয়!
.
[ছায়াছবির বাকি অংশ দেখবেন বিরতিরর পর, সাথেই থাকুন]
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১৬ রাত ১২:৫৯