আজ একটা কাজে মহিপাল যাব ভাবছিলাম। তো...যেই ভাবা, সেই কাজ! একটা CNG তে উঠে দেখি, একটা মা তার ছেলেকে আইসক্রিম খাওয়াচ্ছে!! আমি গিয়ে, পিছনের সিটে বসলাম।
গাড়ী চলছে.....
কিছুক্ষণ পর ছেলে তার মাকে বললঃ আম্মু তুমিও আমার সাথে আইসক্রিম খাও!!
-মাঃ না বাবা, আমি রোজা রাখছি! তুমি খাও, আমি বিকালে খাব!
-ছেলেঃ না, তোমাকে খেতেই হবে!! (কেঁদে কেঁদে) না হলে আমি খাব না!!
পোলার এই কথা গুলা শুনে, আমি ভাবছি, পোলাটারে একটা থাপ্পড় দিব! (এমনিতেই গরম পড়ছে খুব তার উপ্রে আবার এই পোলার কান্নাকাটি) কি আজব পোলা, রোজা অবস্থায় মায়রে খাইতে বাধ্য করে!!
এরপর মহিলাটা যা করল, আমি রিতিমত আবাক!!
মা তার ছেলের চোখ দু'টা ধরে, জানালা দিয়া আইসক্রিম কিছু ফেলে দিল!!
এবং বল্লঃ বাবা আমি খেয়েছি!! বাকিটা তুমি খাও,,
ছেলেঃ না, আমাকে দেখিয়ে দেখিয়ে খেতে হবে!!
মাঃ দেখ! এখানে আছে আর মাত্র অর্ধেক! আমি যদি পুরাটাই খেয়ে ফেলি, তাহলে তুমি একটু ও খাইতে পারবা না! এবার বুঝ, তুমি কি করবা!! ছেলেটা আর কোন কথা না বলেই, বাকিটা খেয়ে ফেললো।
তার পর মহিলাটা আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল!! আর আমি ও একটা হাসি দিলাম!! এই মায়ের বুদ্ধিটা আমার কাছে চমৎকার লাগছে!!
এগুলাকেই বলে আসল রোজাদার! যেখানে পুত্রের ভালোবাসা থেকে আল্লার ভয়ই অধিক গুরুত্ব পেয়েছে!!
মোরালঃ যা শিখলাম.....
→১.প্রতিটা মূহত্বে ভাবতে হবে আমি যা করতেছি, তা দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে!!
→২. সব ভালোবাসার উপর আল্লার ভালোবাসা উপরে রাখাতে হবে।
→৩.বিপদে মাথা ঠান্ডা রাখতে হব। (যেমনটা এ মায়ের ছিল)
→৪.যেকোন বিপদ উপস্থিত বুদ্ধি দিয়া মোকাবেলা করতে হবে!!
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১৬ বিকাল ৩:২৬