পাগল হবার ঠিক আগের দিনটাতে
বাছাই করা লোকেরা ছিল পাশে
এপ্রিল ভয়াবহ নীরব এক মাস
এমন একাকী সময়ে জন্মেছি বলে স্বস্তি ছিল মনে
প্রিয় কিছু লোক কফিনের ডালা খুলে রাখছিল।
আলঝেইমারের খপ্পরে পড়ে এটুকুই লাভ হলো
যত সস্তা নোভেল আর বিশ্রী নারীর মুখ ভুলে যাচ্ছিলাম
সমুদ্র সেই থেকে অভিমান করেছে দারুন
ভুলে গেল প্রিয় পাখীরা চিহ্নিত শোবার ঘর
বাগান বিলাসী লতাটা শুধু জানালার বাইরে থেকে দেখে যায়।
পাগলামো এক সরল রোগ, একেবারে সোজা
আকাশ নেমে এসে মেঘ ঢুকিয়ে দেয় মাথায়
এখানে ঘুড্ডি ওড়ানো আরো সহজ
সারাদিন এক টুকরো মেঘের উপর পা দুলিয়ে বসে থাকি
লাভা গড়িয়ে গড়িয়ে বুকের ভেতর জমাট হচ্ছে দুর্জ্ঞেয় পাহাড়।