সোনার বাংলা ব্লগে ইদানিং মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা চলছে। কখনো স্বাধীনার ঘোষক প্রশ্নে, আবার কখনে কোন কোন দেশের মধ্যে যুদ্ধ সংগঠিত হয়েছে সেই প্রশ্নে তলছে তুমুল আলোচনা, গবেষনা। সমাধানও বেরিয়ে আসছে মুহূর্তেই। যেমন- যুদ্ধ হয়েছিল ভারত-পাকিস্তানের মধ্যে, শহীদের সংখ্যা মাত্র ত্রিশ হাজার। এবং চলছে মনের মাধুরী মিশিয়ে প্রলাপ।
এরা ৭১ এ পাকিস্থানে পক্ষ হয়ে এদেশের বিরোধীতা করেছিল। আজ এত বছর পরও সেই পরাজয় তারা মেনে নিতে পারছে না। তাই স্বয়নে স্বপনে শুধু দেশের ধ্বংষ দেখছে তারা।
আমি যতটুকু জানি সোনার বাংলা ব্লগে বিএনপি সমর্থকও অনেকে আছেন। এবং এই ব্লগের প্রতিষ্ঠাতাও বিএনপি সমর্থক। সেটা স্বঘোষিত জাতীয়তাবাদী ব্লগ। কিন্তু তাদের কাউকে দেখলাম না ঐ পোষ্টগুলোতে প্রতিবাদ করতে । ভালোই, আপনাদের স্যালুট জানাই, জামাত-শিবিরের জন্য একটু অভয়আরন্য তৈরি করে দেওয়ার জন্য।
ভোরের আলোয় রঙিন হওয়ার দিন পহেলা বৈশাখ এসেছে বাংলার দোরগোড়ায়—রাঙা চেলি কাপড়ে মোড়া এক সকাল, যার হাত ধরে ফিরে আসে প্রাণের ছন্দ। আকাশে লাল সূর্যের আভা, হাওয়ায় মিষ্টি কাঁচা আমের... ...বাকিটুকু পড়ুন
বাংলা নববর্ষ নিয়ে অতি উচ্ছ্বাস - উন্মাদনা বিশেষত যারা একদিনের জন্য নিখাঁদ বাঙালি হয়ে 'মাথায় মাল' তুলে রীতিমতো উত্তেজনায় তড়পাতে থাকেন তাকে খাস বাংলায় বলে ভণ্ডামি!
বাংলাদেশে পহেলা বৈশাখ আসে ইংরেজি মাসের ১৪ এপ্রিল। অন্যদিকে পশ্চিম বাংলায় ১৫ এপ্রিল উদযাপন করা হয় উৎসবটি। যদিও ১৯৫২ সন পর্যন্ত বাংলাদেশের মানুষ এবং... ...বাকিটুকু পড়ুন