সময় সমাপ্ত করলে যাবতীয় হিসাব
তবুও কিছু ইচ্ছে, কিছু কথা থেকে যায়,
কিছু ঘ্রান, কিছু চাওয়া, যারা অনিশ্চিত
থেকে যায় চামড়ায় মোড়ানো বুকের গভীরে।
অপরিচিত স্বপ্নরা এসে ভীর করে চোখে
কোথায় কার উৎসাহে ভেঙে যায় কিছু কিছু করে,
প্রতি রাতে ছিটকে পরে তারার মত কিছু আশা,
কেউ চুপাচাপ হেঁটে যায় মন থেকে মস্তিষ্কের সিঁড়ি বেয়ে।
চেনারা মিশে যায় অচেনার ভিড়ে ক্রমাগত
থমকে যায় দৃষ্টি যেখানে মেঘ নীলে মিশে একলা,
তবুও কিছু ডাক, পিছু ফিরে ডাকে
কিছু ইচ্ছে কিছু চাওয়া যেন বার বার ভালবাসে।
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১৬ রাত ১১:০৬