somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

https://www.facebook.com/tonmoypoetry

আমার পরিসংখ্যান

তন্ময় কে সাহা
quote icon
কোন এক শনিবার সকাল ছয় টায় আমার জন্ম হয়েছল। আর বাইরে খুব বৃষ্টি হচ্ছিল। এখনকার মত তখন যদি দৌড়াতে পারতাম, তবে একদৌড়ে গিয়ে বৃষ্টিতে ভিজতাম।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

শেষ যাত্রা

লিখেছেন তন্ময় কে সাহা, ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৯

আমাকে দিও ঘুমোবার আগে শেষ চুম্বন,
দিও বারুদে দীক্ষিত সন্তানের ঘুমন্ত মুখ।

এ যাত্রাই হয়তোবা শেষ যাত্রা ঘুমে-
জেনো প্রস্থানেই সৃষ্টি এবং কর্তার সুখ।

ভালোবাসা রবে বাকি কিংবা হাঁটা বহুদূর পথ,
অপূর্ণতায় পূর্ণ; তবুও পূর্ণ এ রথ।

কপাটে দিও না খিল যেন, আঁচলে ঢেকো না মুখ-
তোমার দিকে চেয়ে আছে সব অধীর উৎসুক।

বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১০৯ বার পঠিত     like!

প্রচেষ্টা

লিখেছেন তন্ময় কে সাহা, ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৮

গলে পড়ার আগ মুহূর্ত পর্যন্ত-
মানুষকেও বরফের মতো লাগে।

আগুনকে মনে হয় অসহ্য নিপীড়ন,
ফোটানোর আগে জল কে অনিরাপদ-

ঘোষণা করে, আগুনকে কাছে টেনে নিয়ে
কিছুটা কাঠ-খড় পুড়িয়ে জীবনকে নিরাপদ করি।

বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯৭ বার পঠিত     like!

অনুভব-১২।

লিখেছেন তন্ময় কে সাহা, ০৯ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৫

বরং হাসো, প্রস্থান দুঃখ নয়;
গ্রহনযোগ্য সত্য।

*
নিয়ম করে ভুলে যাবো নিজেকে;
যেখানে হাজারো ভুলের বসতি।

*
সত্যের কোলে মাথা রেখে ভাবি-
নির্বাসনের ভাবনা।

*
তোমাকে পাওয়ার ইচ্ছে পবিত্র পাপ,
যার শাস্তি- তোমাকে না পাওয়ার অভিশাপ।
বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৪৯ বার পঠিত     like!

স্বপ্ন ও স্মৃতি।

লিখেছেন তন্ময় কে সাহা, ০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:২৫

আমার প্রেমিকাদের মুখ আমার মনে পড়ে না ইদানিং,
চেষ্টা করে ব্যর্থ হয়ে ভাবি-
কেন তোমাকে মনে পড়ে? কতো জন্মের প্রেম আমাদের?

ইট ভাঙা আঙুলের ফাঁকে কতো গুলো চোখ স্বপ্ন দেখে আমি জানি না,
হবে দু- তিন জোড়া; আন্দাজ করে বলা যায়।

এইতো সেদিনের কথা রিক্সার হুড তুলে- যে ছেলে-মেয়ে স্বপ্ন বিনিময় করছিল, সে স্বপ্ন... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৫৯ বার পঠিত     like!

সত্য

লিখেছেন তন্ময় কে সাহা, ০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:২২

সত্য কে অস্বীকার করার,
কোন কৌশল আয়ত্ত করতে পারলে-

'তুমি আমার না' এই সত্যটাকে
অনেক আগেই অস্বীকার করে ভালো থাকতাম।

বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৩৬ বার পঠিত     like!

মা।

লিখেছেন তন্ময় কে সাহা, ০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৬

একটি নিরাপদ গন্তব্য; একটি অভয়াশ্রম,
যার চারিপাশে ফুটে আছে অজস্র পারিজাত।

একটি আলোর উৎস; সৃষ্টির সমস্ত দিন,
যার কাছে জমে আছে জীবের আজন্ম ঋণ।

একটি শাশ্বত প্রেম; একটি মহৎ জ্ঞান,
যার কাছে আছে মুক্তির পথ অচিন্তন।

বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭০ বার পঠিত     like!

রূপ।

লিখেছেন তন্ময় কে সাহা, ০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৫

দেখা হলে তার সাথে,
চোখ দুটো অন্ধ হয়ে যায় আমার।

এতো আলো প্রভু!
তার রূপে; আমি তাকে ছুঁতে পারি না।

পুড়ে যাই; পুড়ে যাই, দহন সইতে পারি না।

বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ১২৬ বার পঠিত     like!

অনুভব-০৯।

লিখেছেন তন্ময় কে সাহা, ০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৪

ইতিহাস মনে রাখা ভালো এবং জরুরী,
শুধু মাত্র তোমার হাত বদলের ইতিহাস ব্যতিত।

*
একই ভুল বারবার করলে, ব্যক্তিটি কে ভুলে যান;
এবং নিজেকে ক্ষমা করুন প্রথম ভুল করার অপরাধে।

*
যুক্তি আর তর্কের তফাৎ না বোঝা মানুষের সাথে-
দীর্ঘ বাক্য বিনিময় বোকামি ব্যতিত আর কিছু নয়।

*
প্রেম খুঁজতে গিয়ে সত্য কে অনুধাবন করেছে যে মানুষ-
সে জেনেছে প্রচন্ড... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১৩৭ বার পঠিত     like!

অনুভব-১০।

লিখেছেন তন্ময় কে সাহা, ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৪

প্রতিটি জন্মে কয়েকটি মৃত্যু থাকে,
সৎকার কেবল একবারই হয়।

*
আমাদের চোখ উড়ে যায় ভবিষ্যতে,
বর্তমানে আমরা অন্ধ।

*
প্রতিশ্রুতি মূলত অবিশ্বাসের জন্ম দেয়,
জন্ম হলে মৃত্যু অনিবার্য।

*
''না'' শব্দটি গুরুত্বপূর্ণ, কিন্তু ''না''
মানুষ কে আশাহত করে।

বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭০ বার পঠিত     like!

অনুভব-১১।

লিখেছেন তন্ময় কে সাহা, ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৩

চেনা শরীর বদলে গেছে,
বিশ্বাসঘাতক আয়না হাসছে প্রতারকের হাসি।

*
দহন-ব্যথা, বিষ নিয়ে থেমে যাচ্ছে কিছু জীবন,
কিছু মুহূর্ত থেমে গেছে প্রধান স্মৃতি হয়ে।

*
কতোকাল আর এইভাবে বনে যাবো না ভয়ে;
মারতে গেলেই তো বাঘ বিড়ালের মতো মাথা রাখে নুইয়ে।

*
জানতে গিয়ে জেনে এসেছি শিউরে ওঠা সত্য-
সব জেনেও চুপ করে থাকার নাম মনুষ্যত্ব।

বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১২৫ বার পঠিত     like!

মর্গ

লিখেছেন তন্ময় কে সাহা, ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩২

দুজন মানুষের একটি ঘরে;
একটি সংসার জন্ম নিতে পারে।

একটি মানুষের অনুপস্থিতিতে-
ঘরটা মর্গে পরিণত হতে পারে।

তন্ময় সাহা। বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১১২ বার পঠিত     like!

পাপ

লিখেছেন তন্ময় কে সাহা, ২৪ শে জুন, ২০১৬ রাত ১১:৪২

ঘৃণা যদি করতেই হয় তবে
আমার সৃষ্টিকর্তাকেই করো,
উনি আমাকে সৃষ্টির সাথে সাথে
আমার হৃৎপিণ্ডে ভালোবাসার
বীজ বপন করে দিয়েছেন।

যার ফল স্বরূপ আমি তোমাকে
বার বার ভালোবাসি আর তুমি
তার প্রতিদান স্বরূপ ঘৃণার আঁচর কাটো,
মানবী, তুমি হয়তো তাকেই ঘৃণা করো,
নতুবা তার সৃষ্ট ভালোবাসা কে গ্রহন করো।

বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০০ বার পঠিত     like!

চিতা

লিখেছেন তন্ময় কে সাহা, ১৬ ই জুন, ২০১৬ রাত ১১:১৪

চিতার আগুনে পুড়ছে মানুষ
ভালোবাসার আগুনে বিশ্বাস
সময়ের ক্ষত বিক্ষত বুকে
তবুও চোখ রাখছে উচ্ছাস।

পোড়া মানুষ গুলো পোড়া বিশ্বাস নিয়ে
আবার নিজেদের পোড়াতে আসে, আসে
সময়ের পাড় ধরে ধীর গতিতে, আর তখন
বাতাস অন্য কারো পোড়া ছাই বিশ্বাস নিয়ে খেলে।

ঈশ্বর তুমি মানুষ হও, নেমে এসো
পুড়ে খাক হয়ে যাবে তোমার সমস্ত বিশ্বাস,
আর একদিন নিজের প্রস্তুত করা সময়ের... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯২ বার পঠিত     like!

ক্রীতদাস

লিখেছেন তন্ময় কে সাহা, ১৪ ই জুন, ২০১৬ রাত ১২:১৭

বিষমাখা তীর হৃদয় ছুলে
আমার বড্ড ভালো লাগে
বিষের সাথে বিষ জুড়ে যায়
নীলকণ্ঠ নীলের তলায়।

বিশ্বাসের লৌহ বর্ম
ভেঙে ফেলেছ নিপুণ হাতে,
তীর তো তুমি ছুড়তেই পারো
ইতিহাসের অবেলাতে।

মৌনতা নয় মিথ্যে দিয়ে
ভেঙে দিলে রাজ্য আমার,
ভালোবাসার ক্রীতদাস আমি
জয় পরাজয় সব তোমার।

বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১০৯ বার পঠিত     like!

ধ্বংস

লিখেছেন তন্ময় কে সাহা, ১৩ ই জুন, ২০১৬ রাত ১২:০৬

কোন এক ক্রান্তি কালে
আমাদের গলা কেটে নেবে পাষণ্ডরা,
আর বিবর্ণ রক্তে ম্লান হওয়া গঙ্গায়
ডুব সাতার খেলবে সন্ন্যাসীগণ।

উঠান আঙিনা জুড়ে শকুন উড়বে
প্রচণ্ড লোভে, আমাদের ছিন্ন মাথার-
মগজ, চোখ, কান খেয়ে ত্রিপ্ত হবে,
যা দিয়ে আমারা সন্ন্যাসীদের ত্রিপ্ত করেছি।

প্রতিবন্ধকতায় ডুবে গেছি আমরা,
সন্ন্যাস প্রতিবন্ধকতা, সংসার ত্যাগ।
তবে তোমারাও জানো হে সন্ন্যাসীগণ
ধ্বংস যজ্ঞই যদি তোমাদের কাজ হয়
তবে তোমাদের... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯৭ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৬৯৪৪ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ