মার্কিন সেনারা ওসামাকে হত্যা করেছে, কিন্তু সংবাদ পরিবেশন করতে গিয়ে পশ্চিমা মিডিয়া যে প্রশ্নগুলো এড়িয় যাচ্ছে তার উত্তর কি মার্কিন প্রশাসনের কাছে রয়েছে ?
১. যে সময় অভিযান চালানো হয়েছিলো সেই সময় আ্যবোটাবাদ এলাকায় কেউ হেলিকপ্টারের শব্দ শুনে নাই ? শুনে থাকলে স্থানীয় এলাকা বাসীর কোন প্রতিক্রিয়া সংবাদ মাধ্যমে আসে নাই কেন ? আর কেউ যদি শব্দ না শুনে তাহলে আদৌকি সেখানে হেলিকপ্টার অভিযান হয়েছিলো ? গতকাল স্কাই নিউজ দেখলাম একবার শুধু দেখিয়েছে স্থানীয়রা কেউ হেলিকপ্টারের শব্দ শুনে নাই ! তার পরে এই নিউজ নিয়ে আর কোন আলোচনা নাই !
২. সিআইএর ব্ক্তব্য হলো, তারা অভিযানের ব্যপারে পাকিস্তান সরকারকে কোন কিছু জানায় নি। মানলাম পাকিস্তান সরকার অভিযানের ব্যপারে কিছুই জানে না, আহমেদাবাদ থেকে ৫৫ মাইল দূরত্বের মধ্যে ওসামার বাড়ীতে হেলিকপ্টার ৪০ মিনিট অভিযান চালালো, কিন্তু পাক বাহিনী কোন সাড়া শব্দ পেলো না ? ইউএসএ পাকিস্তানের রাডার বন্ধ করে দিয়েছিলো বলে যুক্তি দেখাচ্ছে তার উত্তরে পাকিস্তানের সেনাবাহিনী কেন কোন ক্লু পেলো না তাদের রাডার ৪০ মিনিট ধরে কেন বন্ধ ! তার মানে কি পাকিস্তানের সেনাবাহিনী বুঝতে পারেনি যে তাদের আকাশ সীমায় মার্কিন কপ্টার প্রবেশ করেছে ?
৩ .মার্কিনীরা বলছে একটা হেলিকপ্টার ইঞ্জিনে আগুন ধরে গেছে, কোথাও কোথাও লেখা হয়েছে সেই কপ্টার ওসামার বাড়ী থেকে গুলি ছোড়ার কারনে ভুপাতিত হয়েছে। কিন্তু কথা হলো ঘটনাস্থলে কি সেই হেলিকপ্টারের কোন ভগ্নাবশেষ কোন সাংবাদিকের চোখে পড়ে নাই ? পেন্টাগন আবার বলছে ওসামা নিরস্ত্র ছিলো তাহলে মেরিন হেলিকপ্টার এমনিতেই বিকল হয়ে গেলো ? সেই বিকল হেলিকপ্টার কিভাবে সেখান থেকে নেয়া হলো তার কোন তথ্য বা ছবি প্রকাশ করা হয়নি !
৪. বুঝলাম ওসামার লাশের ছবি দেখানো যাবে না , কিন্তু ঐ অভিযানে নিহত অপর চার জন সদস্যদের ছবি দেখাতে বাঁধা কোথায় ? পুরো বাড়ীতে বাকী যারা ছিলো তারা কোথায় ? বন্দীদের কোন ছবি কি নাই ?
৫. যে মেরিন কমান্ডো অপারেশন চালিয়েছে তাদের কারো বক্তব্য নাই ? খালি ওবামার কথা শুনলেই বিশ্ববাসীর বিশ্বাস হবে কেন ?
৬. পশ্চিমা মিডিয়া নিজেদের মিডিয়া মাতব্বর বলে দাবী করে , কিন্তু লাশের ছবি না হোক হেলিকপ্টারের অপারেশনের ছবি কই ? ওসামার বাড়ীর ভেতরের অপারেশনের ছবি কই ? প্রত্যেক সেনা সদস্যদের হ্যলমেটে ক্যামেরা লাগানো ছিলো। হত্যার দৃশ্য না হোক অপারেশনের ছবিও দেখাতে সমস্যা কোথায় ?
৭. ঘটনার পর পরই মার্কিন বাহিনী ওসামার বাড়ীটি সিল গালা করে দেয়! কিন্তু পশ্চিমা মিডিয়া সেই সিলগালা করে দেয়া বাড়ীর ভেতরের নকসা বানালো, তিনতলা বাড়ীর গ্রাফিক্স করে নিউজ বানায় , বাড়ীর উপরে ভিডিও গেমসের হেলিকপ্টার উড়ে ...এই সব নিউজ বিশ্ববাসীরে তিন দিন ধরে খাওয়াচ্ছে ! কি হাস্যকর সেই সব স্টোরি !
তাহলে আমেরিকা কি লাদেনকে মারে নাই ? আমেরিকা ওসামাকে অনেক আগেই মেরেছে কিন্তু সেটি ওবামা কিনা সে বিষয়ে নিশ্চিত ছিলো না , ওসামার ছেলেকে মারার পর তার ডিএনএ টেষ্ট করার পর পূর্বের ডিএনএ'র সাথে ওসামার ছেলের ডিএনএর মিল পাওয় গেলে অপারেশনে ওসামা মারা গেছে নাটক সাজানো হয়েছে। এমন সন্দেহ তো একেবারে উড়িয়ে দেয়া যায়না।
এই সন্দেহ মিথ্যে হবে, যদি আমেরিকা ছবি দেখায় অথবা অপারেশনের ভিডিও চিত্র প্রকাশ করে, অপারেশনে নিহত অপর সদস্যদের ছবি একসাথে দেখানো জরুরী, ভিডিও তে ওসামার যে বিছানাটি ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন গনমাধ্যমে দেখানো হচ্ছে সেই ঘরের মেঝেতে যেখানে রক্ত দেখানে হয়েছে সেখানে ওসামার লাশ দেখানো অধীক যুক্তি সঙ্গত।
সর্বশেষ খবরে হোয়াইট হাউজ বলেছে অপারেশনের সময় ওসামার কাছে কোন অস্ত্র ছিলো না , কিন্তু প্রশ্ন হলো যে যুক্তরাষ্ট মানবাধিকারের কথা বলে, সেই যুক্তরাষ্ট্র নিরস্ত্র লাদেনকে মেরেছে যুক্তরাষ্ট্রের মানবাধিকারটা তখন কোথায় ছিলো ?
মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীর হত্যার খবরে মোস্ট এক্সূসিভ ছবিটাও প্রদর্শন করা চাই।
লাদেন হত্যা রহস্য উদঘাটনে শেষ ভরসা কি তবে উইকিলিস ?
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১১ সকাল ৯:৩১