মায়ের সাথে তোলা শেষ ছবিটা এক বছর পেরিয়েছে তবুও স্মৃতিটা যেন চকচকা এদিনের, ঘুম ভেঙে যে আবদার শুনতে থাকে সারাটাদিন তিনিই মা, দূরে গেলে টেনশনে সবচেয়ে বেশি থাকে যে তিনিই মা, ফোনে যে আওয়াজ শুনতে চাই ভালো থাকার তিনিই মা, খাবার বারার সময় যাকে সব জ্বালাতন তিনিই মা, বিপদে সবচেয়ে কাছের বন্ধু মা, অসুস্থতায় ঘুম পাড়ানি বন্ধু এই মা, কাছের জিনিস যে আগলে রাখে তিনিই মা, সবকিছু যাকে খুলে বলা যায় তিনিই মা, মাকে নিয়ে যতই বলবো ততই যেন কম হয়ে যায় তবুও সব ভালোবাসা প্রিয় মা'কে নিয়ে প্রিয় আবদারগুলোর সঙ্গীনি প্রিয় মা।
তবুও এতকিছুর পর দূরে গেলে যার স্মৃতি সবচেয়ে বেশি মনে পরে তা এই মাকে ঘিরেই, ঘুম ভাঙা মন খারাপের একেলা বিকেলে যার কথা সবচেয়ে ভাবায় তা প্রিয় মা'কে ঘিরে, দূরত্বের বেড়াজালে কিনবা কাছে থেকেও লজ্জায় বলা হয় নি যে কথা......অনেক অনেক ভালোবাসি প্রিয় "মা"
মা কে কোন দিবসে ফেলা যায় না সে শুধুই মনের হৃদয়ে প্রতিটা ভালোবাসায়, ভালো থাকুক আমার মা পৃথিবীর সবার মা সন্তানের আমৃত্যু পর্যন্ত, ভালোবাসি তোমায় অজস্র মা যে কথাটি আজো বলা হয়ে উঠে নি।