যদি তুমি!
তৌসিফ ইমন
বালিকা ভালোবেসে তোমাকে দু চার লাইনের রোমান্টিক পদ্য লেখে শুনাবো যদি তুমি শুনো, শ্রাবনের বৃষ্টি হয়ে তোমার গায়ের উপর অঝরে ঝরবো যদি তুমি বলো, শহুরে কাক হয়ে কা কা ডাকে তোমার প্রভাত রাঙাবো যদি তুমি জাগো, যান্ত্রিকতায় ভেঙে পড়লে প্রশান্তির ছাঁয়া বয়ে আনবো যদি তুমি ভাবো, শরতের আকাশে সাদা মেঘ হয়ে ভাসবো যদি তুমি রঙিন ঘুড়ি উড়াও ।
পাল তোলা নৌকায় বৈশাখী ঝড় হয়ে তোমার হৃদয়ে আসবো যদি তুমি হঠাত নির্লজ্জ হও, জোছনার আকাশে চাঁদ হয়ে জোছনাবিলাস করবো যদি তুমি জোছনাতে অবাক চাহনীতে চাও, গ্রীষ্মের গরমে ঠান্ডা জল হয়ে পড়বো যদি তুমি একবার তৃষ্ণার্ত হও, ফলের মৌসুমে লিচু হয়ে ভাসবো যদি তুমি ঠোঁট ভেবে তাতে কাঁমড় দাও, শীতের রাতে গরম কম্বল হয়ে উষ্ণতা ছঁড়াবো যদি তুমি কাছে টেনে নাও ।
সন্ধ্যার আড্ডাতে কফি হয়ে রঙ ছঁড়াবো যদি তুমি তাতে নরম ঠোঁট ভিজাও, ফাগুনের আগুনঝড়া দিনে হলুদে ছেঁয়ে দেব শহরটাকে যদি তুমি একবার বলো, বসন্তের চিরহরিৎ গাছগুলোতে সবুজ পাতা হয়ে জেগে উঠবো যদি তুমি মুগ্ধ হয়ে তাতে আশ্রয় নাও, শেষ বিকেলের গৌধুলীতে আবির হয়ে রং ছঁড়াবো যদি তুমি আকাশটাকে রঙে ভাসাইতে চাও, শহরের ব্যাস্ত মোড়ে দাঁড়িয়ে চুমুর লীলাখেলায় মাতবো যদি তুমি তাতে ইচ্ছে করে সাঁড়া দাও, এভাবে তোমার পাশে সারাটা জীবন ধরে কাঁটাবো যদি তুমি একটিবার চাও ^_^ ♥