একদিন কাল্পনিক স্বপ্নগুলোও ইচ্ছে হয়ে চার চাঁকার গাড়িতে চড়বে প্রথম বাসার সামনে এসে হুট করে চমকে দেওয়ার মত দরজায় কড়া নাড়বে, খুশিতে দুচোখ বেয়ে অশ্রু নামবে কষ্ট শিক্ত ভালোবাসায় বড় করা বাবা মায়ের স্বপ্নের মানুষটির ইচ্ছে পূরণ দেখে, বিধাতার লেখন খন্ডানোর মত ক্ষমতা দেখিয়েও পার পাবে না ঐদিন ভালোবাসার মেয়েটি ঝরা পাতার উত্সবে দেখা করতে যাবে বুকে চাপা ভালোবাসার সেই ছেলেটি
নিকোটিনের ফিল্টারে কড়া চুমুক বসিয়ে যখন এসব স্বপ্নের বাস্তবতার সন্ধান খুঁজি তখন একটু একটু করে গচ্ছিত স্বপ্নগুলো এলোমেলো বাতাসে খেই হারিয়ে যায় হাজারো স্বপ্নের বীজ নিয়ে বুনটের চেষ্টায় ঘুম ভেঙে তাইতো আমাদের রোজ দৌড়াদড়ি, যেদিন এসব স্বপ্নরা নীল আকাশ বেয়ে দরজায় আপনা আপনি নক করবে সেদিন ঐ অংহকারী ব্যাক্তিটিরও স্বপ্নভঙ্গ হবে স্বপ্ন দেখা ছেলেটির হাতে :/
চায়ের কাপে চুমুক বসিয়ে ছেলেটির চরিত্রে দেখা রোজ এসব স্বপ্ন দেখি, বাড়ন্ত সেসব স্বপ্নগুলো যখন সত্যি হবে তখন বাঁধবে ছেলেটির চোখমুখে খুশিতে আহ্লাদে আটখানা, আর ছেলেটির স্বপ্নগুলো যখন কল্পনাতে বেঁচে থেকে বাস্তবে ভঙ্গ হবে তখন স্বপ্নগুলোর সাথে সাথে ছেলেটিও হারিয়ে যাবে দূর অজানায় একদিন, কল্পিত সে স্বপ্নগুলো একদিন না হয় সত্যি সত্যি হোক