ঘুম ভেঙে আমার পৃথিবীটা কখনো পাল্টায় নি ভালো লাগা কোন স্বপ্নের মত ভোর রাতের ঘুমন্ত স্বপ্নটাও বাস্তবে কখনো মাড়ায় নি, আমার রোজকার স্বপ্নগুলো জাগ্রত চোখে বেড়ে উঠেছে যেটা দুচোখের পাতা আলতো করে বুজলে আর কল্পনাতে আসে না, আমার লাইফটা সেই জাগ্রত স্বপ্নের আলোকেই বাস্তব বেড়ে উঠা :/
আর কটা ছেলের মতই আমার বেড়ে উঠা নয় যেটা পর্দা সরিয়ে নতুন কার গাড়ি দেখে চমকে উঠার মত, এমন বড় মাপের গিফট্ কখনো বাস্তবে পায় নি এমন বিলাসীতা শুধু কল্পনার রাজ্যেই এসেছে কল্পনা মুছে নিমিষেই সেগুলো আবার নিখোঁজ হয়ে গেছে, তবু স্বপ্নের বীজ বুনন নীজের পৃথিবীতে শেষ হয় নি -_-
জানালার ফাঁক দিয়ে সোনালী রোদের আবছায়া দেখেছি ঘুম চোখে যেটা জানলাতে বাঁধা পেয়ে ফিরে চলে যায় নি, সকালের এক কাপ চায়ে চুমুক বসিয়ে নাগরিক জেগে উঠা দেখেছি শহরটাকে, হিম শীতল পানিতে শরীর ভিজিয়ে ধোঁয়াতে পুঁড়িয়ে ফেলেছি মিথ্যে নিজেকে, লেকের স্বচ্ছ জলের কাছে শহরের নিত্য দিনের যান্ত্রিক বহমান ব্যস্ততা হারিয়ে ফেলেছি সব কোলাহল ছাঁড়িয়ে শুকনো নিকোটিনের ফিল্টার ফুঁকে, তবু এ রংচটা এ শহরকে একটুকু নিজের চিন্তায় জেগে উঠার স্বপ্ন দেখেছি যেটা বাবার অফুরুন্ত টাকা উড়িয়ে বিলাসীতার মত নয় নিজের পরিশ্রমে বাস্তবের এক টুকরো স্বপ্ন ^_^
দোয়া করবেন সবাই, নিজের মাঝের বেড়ে উঠা স্বপ্নটাকে যেন একদিন বাস্তবে রুপ দিতে পারি..!