একটা জিনিস খেয়াল করেছেন কখনো?
বাংলাদেশের ক্রিকেট খেলা চলাকালে খেলার
খবরগুলি দেশের প্রতিটা টিভি-চ্যানেলই ফলাও করে
প্রচার করে, হ্যাঁ প্রচারতো করবেই কারন এটা
তাদের দায়িত্ব! তবে... যখন খেলার কোন একটি
অংশ খবর হিসেবে কোন চ্যানেলে প্রচার করাহয়
তখন টিভির বাম দিকের উপরের কোণায় ছোট্ট
করে লেখা থাকে "সৌজন্যে স্টার স্পোর্টস"
অথচ দেশের মাটিতে অনুষ্ঠিত হওয়া প্রতিটা খেলার
প্রচারসত্ব কিনে নেওয়া সহ বাংলাদেশের সমস্ত
খেলা GTV প্রচার করে থাকে! তারপরেও কেন
বিদেশি চ্যানেলের সৌজন্যে খেলার খবর প্রচার
করতে হবে? তাহলে কি আমি ধরে নিবো যে,
দেশের কোন টিভি-চ্যানেলই চায়না যে কোন
দেশিয় খেলার চ্যানেলের প্রসার ঘটুক! নাকি
শুধুমাত্র হিংসার বশবর্তী হয়ে এমনটা করে?
শুধু খেলার ক্ষেত্রেই না! প্রতিটা বিষয়েই আমরা
দেশিয় পন্য বা প্রতিষ্ঠানগুলোকে অগ্রাহ্য করে
থাকি, হয়তোবা এই জন্যই আমরা জাতি হিসেবে
এতোটা পিছয়ে(!)
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১০