খুব বেশিদিন আগের কথা নয়! এইতো ১৯৮৭ সালের প্রথম এশিয়া কাপের কথা বলছি, শ্রীলংকায় অনুষ্ঠিত প্রথম এশিয়া কাপে অংশ নিয়েছিল ক্রিকেটের পরাক্রমশালী দুই পরাশক্তি পাকিস্তান ও ভারত সাথে আন্ডারডগ স্বাগতিক শ্রীলংকা এবংবাংলাদেশ নামের একটি নবাগ দল!
সেই টুনার্মেন্টে বাংলাদেশের প্রথম খেলা ছিল তখনকার সময়ে দুনিয়া কাঁপানো দল ইমরান খানদের বিপক্ষে মানে পাকিস্তানের বিপক্ষে! কিন্তু সেদিন দাম্ভিক পাকিস্তানের দলপতি বাংলাদেশের সাথে মাঠে এসে টস করতে রাজি হয়নি শুধুমাত্র খর্বশক্তির ছোট্ট একটি দল হওয়ার কারনে!
১৯৮৭-২০১৫ সাল, খুব বেশিদিন না, মাত্র ২৮বছর! কিন্তু জল গড়িয়েছে অনেকদূর! সোভিয়েত সম্রাজ্যের পতন ঘটেছে, পূর্ব তিমুর স্বাধীন হয়েছে, টুইনটাওয়ার ধ্বসে পরেছে, সুদান দ্বিখণ্ডিত হয়েছে, আরব বিশ্বে বসন্তের ছোঁয়া লেগেছে, রাজতান্ত্রিক নেপাল গণতন্ত্রে ফিরেছে, ফিলিস্তিনে ইজরায়েলি হামলা, সিরিয়া সংকট, আইএসের উত্থান থেকে শুরুকরে "লাহোরে রক্তাক্ত ক্রিকেট" এই সবই ঘটেছে এই ২৮বছরের মধ্যে!
কিন্তু এই ২৮বছর পর সেই ছোট্ট বাংলাদেশ ক্রিকেট দলটির খবর কি? প্রথম ওয়ানডে জয়, প্রথম আইসিসি ট্রফি জয়, প্রথম বিশ্বকাপ খেলার সুযোগ, ওয়ানডেতে প্রথম কোন টেস্ট খেলুড়ে দলকে হারানো, প্রথম টেস্ট সিরিজ জয়, প্রথম ওয়ানডে সিরিজ জয়, প্রথম ওয়ানডে হোয়াইট ওয়াশ, প্রথম বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠা, প্রথম টেস্ট হোয়াইট ওয়াশ, প্রথমবারের মত কোন শক্তিশালী দলকে হোয়াইট ওয়াশ, নিজের দেশে প্রথমবারের মত বিশ্বকাপ আয়োজন, প্রথমবারের মত সেই এশিয়া কাপের ফাইনালে উঠা, প্রথমাবারের মত বিশ্ব আসরে বিশ্ববাসীকে বাঘের গর্জন শোনানো এবং বিশ্বের সব বাঘাবাঘা দলকে টানা সিরিজ হারিয়ে বিশ্বের নতুন ক্রিকেট পরাশক্তি হিসেবে বিশ্ববাসীকে জানান দেওয়া!
কিন্তু এই অল্প কিছুদিন আগেও অভিজাত শ্রেণীর ক্রিকেট বোদ্ধা থেকে শুরুকরে কমেন্ট্রি বক্সের ধারাভাষ্যকার পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন কটূক্তি করেছিল সেই ছোট্ট বাংলাদেশটিকে! অথচ সেই সমালোচকেরাই এখন এই ছোট্ট ক্রিকেট পাগল দেশের প্রতিটা পদক্ষেপকে হিংসার দৃষ্টিতে দেখে!
সবকিছুই সম্ভব শুধু একটু ধৈর্যের প্রয়োজন!
জয় হোক ভদ্রতার, জয় হোক লাল-সবুজের!
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৩