আপনি বেসরকারি শিক্ষাব্যবস্থার উপর
ভ্যাট বসাবেন আর উনারা (বর্তমান
শিক্ষার্থীরা) পাঠচুকানোর পরে
"দুর্নীতির রেইসে নামবে না" এমনটা
ভাবা মনেহয় আদৌ উচিত হবেনা!
আপনি আগামী পাঁচ-সাত বছর পর যখন খবরে
দেখতে পাবেন যে, "ট্রান্সপারেন্স
ইন্টারন্যাশনাল এর তথ্য অনুযায়ী
দুর্নীতিতে শীর্ষ দেশ বাংলাদেশ"
তখনো আপনার অবাক হওয়ার কোন কারন
থাকবেনা! কেননা উনারা (বর্তমান
শিক্ষার্থীরা) শিক্ষা নামক ব্যবসায়(!)
লক্ষ লক্ষ টাকা লগ্নি করবে আর সেটা
উশুল করতে চাইবে না, এমন বেকুব ব্যবসায়ী
(!) হয়তো এই দেশে এখনো জন্মায়নি!
একটা কথা মনে রাখতে হবে, একটা দেশ
তখনই......!
নাহ থাক এইরকম আদর্শ কথা আমার মত
সবাই জানে শুধু অনুভব করতে চায় না!
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৯